এখনও তাজা পাক সেনার নৃশংস তাণ্ডব, এবার ‘৭১-এর সেই ‘গণহত্যা’র স্বীকৃতি পাবে বাংলাদেশ!

08:58 PM May 22, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে নৃশংস গণহত্যা (Bangladesh Genocide) চালায় পাক সেনা। যদিও তা কখনই স্বীকার করেনি ইসলামাবাদ। খুব শিগগির ওই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে, রবিবার এমনটাই দাবি করছেন প্রাক্তন ডাচ মন্ত্রী এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হ্যারি ভ্যান বোমাল। মহান মুক্তিযুদ্ধে গণহত্যার স্বীকৃতি আদায়ে ‘বাংলাদেশ জেনোসাইড ১৯৭১’ শীর্ষক সম্মেলনের আগে ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে এই আশ্বাস দিলেন তিনি।

Advertisement

মুক্তিযুদ্ধকালের ভয়ংকর গণহত্যার স্বীকৃতি বাংলাদেশের দীর্ঘদিনের দাবি। সেই সূত্রেই ‘বাংলাদেশ জেনোসাইড ১৯৭১’ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন হয়েছে ঢাকায়। যেখানে অংশ নিচ্ছেন ইউরোপের মানবাধিকার প্রতিনিধি দল। ইউরোপীয় ইউনিয়ন (EU) দ্রুত এই গণহত্যার স্বীকৃতি দেবে বলে আশা প্রকাশ করেছেন তাঁরা। গণহত্যার স্বীকৃতি আদায়ে সম্মেলনের আয়োজন করেছে প্রজন্ম ৭১, আমরা একাত্তর ও ইউরোপীয় বাংলাদেশ ফোরাম (EBF)।

[আরও পড়ুন: উলটপুরান! ‘দুর্নীতিগ্রস্ত’ বিজেপির মেয়াদ ফুরোতেই গোমূত্রে বিধানসভা ‘শুদ্ধিকরণ’ কংগ্রেসের]

ঢাকার জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার কর্মী বোমাল বলেন, “যদিও আর্মেনিয়ান গণহত্যার স্বীকৃতি পেতে একশো বছর লেগেছিল, মনে হয় বাংলাদেশ গণহত্যার স্বীকৃতি পেতে তত দেরি হবে না। আমার ধারণা, আর কয়েক বছরের মধ্যে সাফল্য আসবে। এক দশকও লাগবে না।” বোমাল মন্তব্য করেন, ‘সুপার পাওয়ার’ আমেরিকার সমর্থনের জন্যই স্বাধীনতার একান্ন বছর পরেও বাংলাদেশ গণহত্যা স্বীকৃতি পায়নি। যদিও আন্তর্জাতিক কূটনীতির দিক বদল হয়েছে। এর ফলেই দ্রুত উপমহাদেশের অন্যতম নৃশংস গণহত্যার স্বীকৃতি মিলবে বলে জানান তিনি।

Advertising
Advertising

[আরও পড়ুন: চলছিল বিয়ের সাজ, বিউটি পার্লারে ঢুকেই কনেকে গুলি পুলিশকর্মীর, তারপর…]

Advertisement
Next