সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন যত এগিয়ে আসছে বাংলাদেশে তত তৎপরতা বাড়াচ্ছে 'নিষিদ্ধ' আওয়ামি লিগ। এতদিন বিভিন্ন জেলা বা প্রান্তিক এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিল করছিল হাসিনার দল। এবার খাস রাজধানী ঢাকায় ঝটিকা মিছিল করল আওয়ামি। ওই কর্মসূচি থেকে আওয়ামি লিগের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।
জাতীয় নির্বাচন নিয়ে হাওয়া গরম বাংলাদেশে। হাসিনা সরকার পতনের পর সেখানে আপাতত অন্তর্বর্তী সরকার, যার শীর্ষে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। দেশের অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসার পরই সুযোগ বুঝে একদা ক্ষমতাসীন দল আওয়ামি লিগের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। ফলে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল লড়তে পারবে না। কিন্তু লড়াইয়ের ময়দান সহজে ছাড়তে নারাজ আওয়ামি লিগ। নিষিদ্ধ হওয়ার পরও বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বিভিন্ন কর্মসূচি করছে আওয়ামি লিগ।
মঙ্গলবার দিনভর ঢাকার বিভিন্ন প্রান্তে এমনই ঝটিকা মিছিলের ডাক দেয় আওয়ামি। অঘোষিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রান্তে জমায়েত ছিল চোখে পড়ার মতো। পুলিশের দাবি, নিষিদ্ধ ওই সংগঠনের কর্মসূচি থেকে বোমা ছোড়া হয়েছে। দফায় দফায় বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। পালটা কড়া অবস্থান নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশও। মিছিলে অংশগ্রহণকারীদের দেখামাত্র গ্রেপ্তার করা হয়। মারধর করে কোথাও কোথাও জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সব মিলিয়ে আওয়ামি লিগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের মোট ১৩১জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। মতিঝিলের রাজউক ভবনের গলি, তেজগাঁও, ধানমন্ডি, শেরেবাংলা নগর, পল্টন-সহ রাজধানীর বেশ কিছু এলাকায় মিছিল করার চেষ্টা করেন। সব জমায়েত ছত্রভঙ্গ করা হয়েছে।
উল্লেখ্য, নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশে আওয়ামির কার্যকলাপ বেড়ে গিয়েছে। পালটা কড়া হাতে দমন করছে সরকারও। তাতে বহু আওয়ামি লিগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সংখ্যাটা হাজারের বেশি।
