shono
Advertisement
Bangladesh

'সময় শেষ, খেয়ে নে', বিএনপি-র প্রচারে হামলার আগে মৃতকে হুঁশিয়ারি আততায়ীদের!

বুধবার চট্টগ্রামে নির্বাচনী প্রচারের সময় গুলিতে মৃত্যু হয় যুবকের, আহত হন প্রার্থী।
Published By: Sucheta SenguptaPosted: 05:23 PM Nov 06, 2025Updated: 05:33 PM Nov 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে নির্বাচনী প্রচার চলাকালীন আচমকা শুটআউটে বিএনপি প্রার্থী জখম, একজনের মৃত্যুর ঘটনা ঘিরে আজও বেশ উত্তপ্ত পরিস্থিতি। বুধবারের ঘটনার রেশ ধরে সামনে আসছে একাধিক নতুন তথ্য। জানা যাচ্ছে, মৃত যুবক তিনদিন আগে থেকেই ফোনে খুনের হুমকি পাচ্ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে নাকি বলা হচ্ছিল, ''তোর সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে।'' এর নেপথ্যে সন্ত্রাসবাদী বলে পরিচিত মহম্মদ রায়হানের নাম উঠে আসছে। তবে পুলিশের তথ্য অনুযায়ী, মৃত যুবক সারোয়ার বাবলার বিরুদ্ধেও বিস্তর মামলা রয়েছে।

Advertisement

বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় বিএনপির প্রচার মিছিল চলাকালীন শুটআউটের ঘটনা ঘটে। বিএনপির প্রার্থী তথা দলের আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। এই গুলিকাণ্ডে সারোয়ার বাবলা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বাবা আবদুল কাদের জানিয়েছেন, ‘‘আমার ছেলেকে তিনদিন আগে মুঠোফোনে হুমকি দিয়েছিল সন্ত্রাসী রায়হান। বলেছিল, তোর সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে।”

তিনি আরও জানিয়েছেন, তাঁর ছেলেকে প্রায়ই হুমকি দিত বিদেশে পলাতক 'সন্ত্রাসবাদী' সাজ্জাদ আলি, তার সহযোগী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও মহম্মদ রায়হান। এর জন্য তাঁর ছেলে বাবলা সতর্ক হয়ে চলাফেরা করতেন। সঙ্গে লোকজন থাকত। কিন্তু বুধবার তাঁর বাড়ি থেকে দু থেকে তিনশো গজ দূরে রাস্তার পাশে দোকানে প্রচার করছিলেন বিএনপি নেতা এরশাদ উল্লাহ। বাবলা তাঁর সঙ্গে ছিলেন। তিনি ভেবেছিলেন, নিজের এলাকা, কেউ কিছু করবে না। কিন্তু তাতেই ঘটে গেল প্রাণঘাতী ঘটনা। পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশে বিএনপি-র মিছিলে গুলিতে মৃত যুবক তিনদিন ধরেই হুমকি পাচ্ছিলেন।
  • খুনের হুমকি দেওয়া হচ্ছিল বলে দাবি মৃত বাবলার বাবার।
Advertisement