সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, অশীতিপর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটজনক। তাঁকে লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এয়ার অ্যাম্বুল্যান্সে বিভ্রাট দেখা দেওয়ায় সময়মতো তা করা যায়নি। এবার তাঁর উন্নত চিকিৎসার জন্য ইউনুস সরকারের দ্বারস্থ হয়েছে বিএনপি। অনুরোধ করা হয়েছে, বিএনপি সুপ্রিমোকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থার পাশাপাশি চিকিৎসায় সাহায্য করুক অন্তর্বর্তী সরকার। তার পরিপ্রেক্ষিতে শনিবার ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিএনপি নেত্রীর চিকিৎসায় দল ও তাঁর পরিবারের সমস্ত অনুরোধ সুবিধাজনকভাবে পূরণ করা হচ্ছে। কিন্তু কবে লন্ডন যাচ্ছেন খালেদা? এনিয়ে স্পষ্ট উত্তর মেলেনি এখনও। কারণ, এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থার নিরিখে লন্ডনযাত্রার দিনক্ষণ স্থির করা যাচ্ছে না বলে সূত্রের খবর।
শনিবার রাতে ফেসবুকে একটি পোস্ট করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। সংক্ষিপ্ত সেই পোস্টে তিনি স্পষ্ট লিখেছেন, 'সরকার বেগম জিয়াকে বিদেশে পাঠানো-সহ চিকিৎসা সংক্রান্ত তাঁর পরিবারের সকল অনুরোধ সুবিধাজনকভাবে পূরণ করা অব্যাহত রাখছে। সরকার দেশবাসীকে বেগম জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা অব্যাহত যাওয়ার জন্য অনুরোধ করেছে।’ তবে বিএনপির তরফে মহাসচিব মির্জা ফখরুল আলমগির জানিয়েছেন, নেত্রীর লন্ডন যাত্রা পুরোপুরি নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার উপর।
গত ২৩ নভেম্বর প্রবল শ্বাসকষ্ট নিয়ে ঢাকার নামী হাসপাতালে ভর্তি হন ৮০ বছর বয়সি খালেদা জিয়া। তাঁর কিডনি, লিভার, আর্থ্রাইটিস, চোখের সমস্যা-সহ একাধিক শারীরিক জটিলতা রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে অবস্থা ক্রমশ সংকটজনক হতে থাকে। তবে দেশি-বিদেশি চিকিৎসকদের সর্বক্ষণের চেষ্টায় আপাতত স্থিতিশীল বিএনপি সুপ্রিমো। এরপরই তাঁকে লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কাতার এয়ার অ্যাম্বুল্যান্স দিয়ে সাহায্য করার কথা জানায়। তবে নির্দিষ্ট সময় এয়ার অ্যাম্বুল্যান্সে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দেওয়ায় খালেদার লন্ডন যাত্রা তখনকার মতো স্থগিত হয়ে যায়।
