shono
Advertisement
Bangladesh

ভারতে এসে মুখে কুলুপ! বাংলাদেশি সাংবাদিকদেরই তুলোধনা করলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা

কেন রেগে গেলেন তৌহিদ হোসেন?
Published By: Biswadip DeyPosted: 08:51 PM Oct 28, 2025Updated: 08:51 PM Oct 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের দেশের সাংবাদিকদের উপরে রেগে গেলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। তাঁর অভিযোগ, ভারত সফরে গিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে বক্তব্যের প্রতিক্রিয়ায় কার্যতই মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা। মঙ্গলবার ঢাকায় এমনই অভিযোগ তুললেন তিনি।

Advertisement

এদিন সাংবাদিকদের উদ্দেশে তৌহিদ বলেন, ''আমাদের সাংবাদিকরা ভারত গিয়েছিলেন। আপনাদের নিয়ে আমার একটা অবজারভেশন আছে। ভারতের বিদেশ সচিব যখন বলেছিলেন, তাঁরা বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ নির্বাচন চান— তখন আপনাদের মুখে তিনি একটি প্রশ্ন তুলে দিয়েছিলেন। কিন্তু আপনারা কেউ সেই প্রশ্নটি করেননি।''

কোন প্রশ্ন করতে পারতেন বাংলাদেশের সাংবাদিকরা। তাও বাতলে দিচ্ছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা। তিনি বলছেন, ''প্রশ্নটা ছিল, এই কথা গত ১৫ বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলো কি এই ফর্মুলায় সঠিক ছিল? সুযোগ থাকা সত্ত্বেও কেউ সেই প্রশ্নটি তোলেননি।'' তিনি আরও বলেন, ‘‘আমি অবাক হয়েছি, কারণ আপনাদের মধ্যে অনেক সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিক ছিলেন। ভারতের বিদেশ সচিব যখন সুযোগ দিয়েছিলেন, তখন অন্তত একটি প্রশ্ন তোলা যেত। বিব্রত না করলেও প্রশ্ন করার সুযোগ তো ছিল।''

Sofks এক প্রশ্নের জবাবে তৌহিদ বলেন, ‘‘শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আমরা আইনগত প্রক্রিয়া অনুসরণ করেছি। আদালতের নির্দেশেই আমরা আনুষ্ঠানিকভাবে ফেরতের অনুরোধ জানিয়েছি। ভারত এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানায়নি। তারা নিজেদের মতো করে বিষয়টি দেখছে।’’

রাষ্ট্রসংঘের নতুন আবাসিক প্রধানকে বাংলাদেশে কাজ করার ছাড়পত্র নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, সমস্যা সৃষ্টি হয়, এ রকম কেউ আসবেন না। তাহলে কি নতুন কাউকে চাইছে বাংলাদেশ? উত্তরে তিনি বলেন, ''আমি এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজের দেশের সাংবাদিকদের উপরে রেগে গেলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন।
  • তাঁর অভিযোগ, ভারত সফরে গিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রির বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে বক্তব্যের প্রতিক্রিয়ায় কার্যতই মুখে কুলুপ এঁটেছিলেন তাঁরা।
  • মঙ্গলবার ঢাকায় এমনই অভিযোগ তুললেন তিনি।
Advertisement