নিজস্ব সংবাদদাতা, ঢাকা: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে জামাত-ই-ইসলামি ও সমমনস্ক আটটি রাজনৈতিক দলের গণভোটের দাবি ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’। এমনই মন্তব্য করে কার্যত ফুঁসে উঠলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা ও সমাবেশের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগির একথা বলেন। ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটি এই সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে।
কর্মসূচি শুরুর আগেই সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, ''একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে। তারা নির্বাচনের আগেই গণভোট দিতে সরকারের উপর চাপ সৃষ্টি করছে। যদি গণভোট হয়, তবে জাতীয় নির্বাচনের দিনই হতে হবে।'' বিএনপির এই মত তুলে ধরে মির্জা ফখরুলের আরও দাবি, ''গণভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। যারা নির্বাচনের আগে গণভোট চাইছে, তারা এর মাধ্যমে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে।''
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে শুক্রবার ফের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জোরদার ঘোষণা করেছেন। নির্বাচন কমিশনও জানিয়েছে তারা প্রস্তুত। কমিশনের বক্তব্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমান জানিয়েছেন, ''নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসির এখন কোনও ধরনের প্রতিবন্ধকতা নেই। আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হলে আমরা সম্পূর্ণ প্রস্তুত।'' বিএনপি মহাসচিবের আরও বক্তব্য, বিএনপি স্পষ্ট করে জানিয়েছে যে গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে হবে। তা না হলে দেশের জনগণ তা মানবে না।
