shono
Advertisement
Bangladesh

'নির্বাচন পিছিয়ে দেওয়া সাহস নেই কারও', নাম না করে ইউনুসকে হুঁশিয়ারি বিএনপির গয়েশ্বরের

বিএনপির বিরুদ্ধে তিনশো আসনে একক প্রার্থী দিয়ে লড়াইয়ের চ্যালেঞ্জ বিএনপির।
Published By: Sucheta SenguptaPosted: 03:16 PM Jul 06, 2025Updated: 08:41 PM Jul 06, 2025

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে এবার ইউনুস সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন বিএনপি-র গয়েশ্বরচন্দ্র রায়। ভোটের দাবি আদায় নিয়ে বিএনপি আন্দোলনে নামলে নির্বাচন পিছনোর সাহস কারও নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেছেন, ‘‘সংস্কার চায় বিএনপি। তবে অযথা জনগণের ভোটাধিকার ভূলুণ্ঠিত করা হলে নেতা, কর্মীরা চুপ থাকবে না।’’

Advertisement

শনিবার ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন গয়েশ্বর। সেখাবে বক্তৃতা দিতে গিয়ে তিনি একথা বলেন। গয়েশ্বর বলেন, ''বিএনপি সংস্কার চায়, কুসংস্কার নয়। গয়েশ্বর নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন, আসুন, বিএনপির বিপরীতে তিনশো আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন।''

অপরদিকে, ছাত্রদের নিয়ে গঠিত নতুন দল এনপিসি-র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম একটি বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। সেই বিকল্প নেতৃত্ব ও স্পৃহাই আমরা আপনাদের সামনে প্রস্তাব করছি। এখন আপনারাই ঠিক করবেন বাংলাদেশ কোন পথে যাবে, তার ভবিষ্যৎ কেমন হবে। গত ১৬ বছর ধরে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী সরকারের হাতে নিপীড়নের শিকার হয়েছে। বহু ভাইবোন নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন, কেউ শহিদও হয়েছেন।’’

নাহিদ ইসলামের কথায়, ‘‘৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করতে পারিনি। এবার ২০২৪-এর গণঅভ্যুত্থান আমরা বেহাত হতে দেব না। স্বাধীনতা এনেছি, এবার সংস্কারও আমরাই আনব। এবং এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করব। তবেই জুলাই শহিদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। এটা আমাদের প্রতিজ্ঞা।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে ইউনুস সরকারকে কড়া চ্যালেঞ্জ বিএনপির গয়েশ্বর রায়ের।
  • 'পিছনোর সাহস নেই কারও', রীতিমতো হুঙ্কার ছাড়লেন তিনি।
Advertisement