shono
Advertisement

সন্ত্রাসে মদতের অভিযোগ, ঢাকায় পাক হাইকমিশনের সামনে বিক্ষোভ Bangladesh-এর নাগরিক কমিটির

সম্প্রতি আফগানিস্তানের পরিস্থিতির নিয়েও প্রতিবাদে গর্জে উঠেছেন তাঁরা।
Posted: 08:16 PM Aug 14, 2021Updated: 08:37 PM Aug 14, 2021

সুকুমার সরকার, ঢাকা: সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে। প্রতিবাদে শনিবার গুলশনে পাকিস্তান (Pakistan) হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখালেন বাংলাদেশের (Bagladesh) সচেতন নাগরিক কমিটির সদস্যরা। পাকিস্তানে অব্যাহত সন্ত্রাস ও জঙ্গিবাদে মদতের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ, সাংবাদিক বাসুদেব ধর, নির্মল রোজারিও, ইসহাকক খান, মতিলাল রায়, মহম্মদ শফিকুল ইসলাম। দেশের বিভিন্ন স্থানে একইভাবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতি নিয়েও গর্জে উঠেছেন সচেতন নাগরিকরা।

Advertisement

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ”পাকিস্তান একাত্তরে মুক্তিযুদ্ধে পরাজিত হওয়ার পর বাংলাদেশ তথা দক্ষিণ-পূর্ব এশিয়ায় ষড়যন্ত্রের জাল বিস্তার করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা এই পরিকল্পনারই অংশ। এখন আফগানিস্তানে জঙ্গিদের মদত দিচ্ছে, কাশ্মীরে পরিস্থিতি অশান্ত করতে উসকানি দিচ্ছে। গোটা উপমহাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করাই এর লক্ষ্য।”

[আরও পড়ুন: Bangladesh terrorists: বাংলাদেশে গ্রেপ্তার ৪ আনসার জঙ্গি, ফাঁস ‘খিলাফত’ প্রতিষ্ঠার ষড়যন্ত্র]

প্রসঙ্গত, সন্ত্রাস দমন প্রসঙ্গে একাধিকবার কড়া বার্তা শোনা গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায়। দেশের অন্যান্য মন্ত্রীরাও সন্ত্রাস দমনে আন্তর্জাতিক স্তরে হাতে হাত রেখে মোকাবিলার কথা বলেছেন বারবার। দক্ষিণ-পূর্ব এশিয়ায় জঙ্গিদের জাল বিস্তারে পাকিস্তানের মদত নিয়ে বরাবরের অভিযোগ। আফগানিস্তানে তালিবানের বাড়বাড়ন্তের নেপথ্য়েও পাকিস্তানের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন অনেকে। এই অবস্থায় বাংলাদেশের নাগরিক কমিটির সদস্যরা সচেতন হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন। শনিবারের কর্মসূচি পূর্বঘোষিতই ছিল। বিকেলে হাতে পোস্টার  নিয়ে সকলে সন্ত্রাসবিরোধী স্লোগান দিলেন। পাশাপাশি, নিজেদের বক্তব্যে সকলেই জঙ্গিবাদকে হারিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার বার্তা দিলেন। 

[আরও পড়ুন: পদ্মা সেতুতে ফেরির ধাক্কা কি ষড়যন্ত্র? জল্পনা উসকে দিলেন Bangladesh-এর সেতুমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement