shono
Advertisement
Bangladesh

বিশ্বের জনপ্রিয়তম পর্ন-সাম্রাজ্যের মালিক! গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি

বাংলাদেশে বসেই তারা নিয়মিত পর্নোগ্রাফির শুটিং ও আপলোড করত বলে অভিযোগ।
Published By: Sucheta SenguptaPosted: 01:12 PM Oct 20, 2025Updated: 01:25 PM Oct 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে বসেই দেদার পর্নোগ্রাফি শুট। সেসব ভিডিও সম্পাদনা করে আন্তর্জাতিক ওয়েবসাইটগুলিতে  আপলোড করে দু'হাতে অর্থ উপার্জন করছিল বাংলাদেশি দম্পতি। কিন্তু বিধি বাম! সেসব সুখের দিন আর রইল না। রমরমিয়ে অবৈধভাবে পর্নোগ্রাফির ব্যবসা জমিয়ে পুলিশের জালে স্বামী-স্ত্রী। বান্দরবন থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ সিআইডি-র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন শেখ।

Advertisement

ঠিক কী অভিযোগ ওই দম্পতির বিরুদ্ধে? তাদের কীর্তির কথা জেনে অবাক হচ্ছেন দুঁদে পুলিশকর্তারাও। জানা যাচ্ছে, দেশের তরুণ প্রজন্মকে অশ্লীল দৃশ্যে অভিনয়ে উদ্বুদ্ধ করত স্বামী-স্ত্রী। সেভাবেই শুটিং হয়ে যেত একটা গোটা পর্নোগ্রাফি। তারপর তা এডিট করে প্রথমদিকে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলিতে তা আপলোড করা হতো। তাতে বেশ ভালো অর্থ হাতে আসত। তারপর ধীরে ধীরে নিজেদের পর্ন সাইট তৈরি করে ফেলে ওই দম্পতি। বাংলাদেশে বসেই শুটিং, ভিডিও আপলোড করত। ওই ওয়েবসাইটটি জনপ্রিয়তার নিরিখে এক নম্বরে উঠে আসে। প্রচুর অর্থ আসে সেখান থেকে। এর নেপথ্যে বড়সড় আন্তর্জাতিক চক্র কাজ করেছে বলে অনুমান তদন্তকারীদের।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, এধরনের কনটেন্ট তৈরি করা এবং তা ওয়েবসাইটে আপলোড করা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। পুলিশ কর্তারা জানাচ্ছেন, ধৃত দম্পতি শুধু পর্নোগ্রাফি শুট ও আপলোড করে নিজেরাই যে অপরাধ করেছে, তা নয়। বরং অন্যদেরও এই পথে রোজগার করতে উৎসাহিত করেছে, যা আরও বড় অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং আপলোড করে আন্তর্জাতিক স্তরে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রমরমিয়ে অবৈধভাবে পর্নোগ্রাফির ব্যবসা জমিয়ে পুলিশের জালে স্বামী-স্ত্রী।
  • বান্দরবন থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করল বাংলাদেশের পুলিশ।
Advertisement