সুকুমার সরকার, ঢাকা: আগুন যেন নিত্যসঙ্গী হয়ে গিয়েছে বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার। সোমবার ঢাকার মহাখালির ৭ তলা বসতি এবং কাপ্তানবাজারের সুইপার কলোনিতে আগুনে পুড়ে গিয়েছে বহু ঘর, নগদ টাকা-সহ বহু সম্পদ। জানা গিয়েছে, সকাল পৌনে ৭টা নাগাদ মহাখালির সাততলা বসতিতে আগুন (Fire) লাগে। খবর পেয়েদমকলের ৯ ইউনিট ও বস্তিবাসীদের প্রচেষ্টায় দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভস্মীভূত হয়েছে বহু ঘর।
দমকলের (Fire Service) সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ”আমাদের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট ধরে কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এখনও। ধারণা করা হচ্ছে, জমির দখলদাররা বসতি উচ্ছেদ করে সেখানে বহুতল ভবন নির্মাণ করতে চায়। যেমনটি এর আগেও এমন কাণ্ড ঘটেছে।”
[আরও পড়ুন: বাবা হতে তান্ত্রিকের নির্দেশেই নরবলি! তিলজলায় শিশু খুন নিয়ে বিস্ফোরক দাবি ধৃতের]
অন্যদিকে, রাজধানী ঢাকার (Dhaka) কাপ্তানবাজারের সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড ঘটে। দমকলের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে দগ্ধ হয়েছেন ৪ জন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভরতি করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টে নাগাদ তাঁদের দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দগ্ধ রাজু, তাঁর মা কান্তা, গীতারানি দে ও আফজাল। রাজুর ভাইপো শিবা জানান, তাঁরা সাফাই কাজ করেন। থাকেন কলোনিতে। ভোরে সুইপার কলোনিতে আগুন লাগার পর তাঁরা দগ্ধ হন। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। এর আগে রবিবার রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগার কাণ্ডটি ঘটে।