shono
Advertisement

Breaking News

Khaleda Zia Health Update

মোদিকে ধন্যবাদ বিএনপির, খালেদা জিয়াকে নিয়ে 'গুজব' ওড়ালেন ব্যক্তিগত চিকিৎসক

'চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া', জানাল বিএনপি।
Published By: Sucheta SenguptaPosted: 01:10 PM Dec 02, 2025Updated: 03:37 PM Dec 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য (Khaleda Zia Health) নিয়ে 'গুজব' ছড়াচ্ছে বলে দাবি করলেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক। সেই 'গুজব' মঙ্গলবার সকালে ঢাকার হাসপাতালের সামনেই সাংবাদিক বৈঠক করে তাঁর চিকিৎসক তথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। বলা ভালো, চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে তাঁর অসুবিধা হচ্ছে না। জাহিদ এও জানান, তাঁর চিকিৎসায় তৈরি মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রেখে সর্বক্ষণ মায়ের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিচ্ছেন ছেলে তারেক রহমান। এদিকে, ৮০ বছরের বিএনপি সুপ্রিমোর চিকিৎসায় সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

Advertisement

মঙ্গলবার সকালে সাংবাদিক বৈঠক করে খালেদার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ‘‘গত ২৭ তারিখ থেকে সিসিইউতে রয়েছেন খালেদা জিয়া। এখন তিনি ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। অথবা বলা ভালো, ডাক্তারদের পরামর্শ মেন্টেন করতে পারছেন। বাংলাদেশের লাখো কোটি মানুষের দোয়ায় হয়তো এ যাত্রায় সুস্থ হয়ে যাবেন বেগম জিয়া।’’ কিডনি, লিভার, আর্থ্রাইটিস, চোখের সমস্যা-সহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘ বেশ কয়েকমাস লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ৮০ বছরের খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তাঁর প্রবল শ্বাসকষ্ট হওয়ায় ঢাকার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই এখন তাঁর চিকিৎসা চলছে। প্রতি মুহূর্ত কড়া নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। সোমবার রাত থেকে হাসপাতালের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এদিকে, সোমবার অসুস্থ বিএনপির নেত্রীর উদ্দেশে বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত সবরকম সহায়তা করতে প্রস্তুত।’ এই সহযোগিতার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছেন খালেদার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি সদস্য ডা. জাহিদ হোসেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেমন আছেন বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া?
  • তাঁর ব্যক্তিগত চিকিৎসক জানালেন, 'চিকিৎসায় সাড়া দিচ্ছেন, কোনও গুজবে কান দেবেন না।'
Advertisement