shono
Advertisement
Khaleda Zia

সংকটজনক বিএনপি নেত্রী খালেদা জিয়া! আরোগ্য কামনায় প্রার্থনা ইউনুসের

গত রবিবার থেকেই ঢাকার এক হাসপাতালে ভর্তি বিএনপি নেত্রী।
Published By: Sucheta SenguptaPosted: 07:41 PM Nov 28, 2025Updated: 07:55 PM Nov 28, 2025

সুকুমার সরকার, ঢাকা: সাময়িক উন্নতির পর ফের সংকটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগির। তাতে দুঃসংবাদই শোনা গিয়েছে। নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার দেশজুড়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল বিএনপির তরফে। তাতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনি দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন, খালেদার সুস্থতা কামনায় সকলে প্রার্থনা করুন।

Advertisement

শুক্রবার নয়াপল্টন মসজিদের বিশেষ প্রার্থনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগির বলেন, ‘‘গণতান্ত্রিক উত্তরণে সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। সর্বশেষ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। আপনারা জানেন, দুই দিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এর জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য, সারা দেশের জনগণের কাছে বিশেষ দোয়া চেয়েছি। আল্লা যেন তাঁকে সুস্থ করে দেন। সুস্থ অবস্থায় আবার জনগণের মধ্যে ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেন।’’

এদিন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসও বিএনপি নেত্রীর জন্য প্রার্থনা করেছেন। একইসঙ্গে তিনি এনিয়ে বিবৃতিও দিয়েছেন। তাতে বলা হয়েছে, ‘‘প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে, প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।’’ গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘‘তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’ এই পরিস্থিতিতে খালেদা জিয়ার সুস্থতাই সকলের প্রার্থনীয় হয়ে উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিএনপি নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি।
  • তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা প্রধান উপদেষ্টা ইউনুসের।
  • দেশবাসীর কাছে তাঁর আবেদন, সকলে প্রার্থনা করুন।
Advertisement