shono
Advertisement
Muhammad Yunus

বাংলাদেশে ভোট ঘোষণার পরই ব্রিটেন সফরে ইউনুস, জিয়াপুত্রর সঙ্গে সাক্ষাৎ-জল্পনা

প্রধান উপদেষ্টা পদে বসার পর এটাই প্রথম ইউনুসের ব্রিটেন সফর, নজরে কোন কোন বিষয়?
Published By: Sucheta SenguptaPosted: 12:25 PM Jun 08, 2025Updated: 12:34 PM Jun 08, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার রাজনৈতিক চাপের মাঝে বাংলাদেশে ভোট ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তাতেও অবশ্য স্বস্তি নেই। চলতি বছর নয়, ২০২৬ সালের এপ্রিলে নির্বাচন ঘোষণায় তীব্র আপত্তি বিরোধী দলগুলির। ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে ফের পালটা চাপ শুরু হয়ে গিয়েছে। তারই মাঝে আগামী সপ্তাহে ব্রিটেন সফরে যাচ্ছেন মহম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসার পর এটাই তাঁর প্রথম ইউরোপ সফর। ঠাসা কর্মসূচির মাঝে বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, তারেকের সঙ্গে লন্ডনে আলাদা করে বৈঠক করতে পারেন ইউনুস।

Advertisement

জানা যাচ্ছে, ১০ জুন থেকে ১৩ জুন পর্যন্ত মহম্মদ ইউনুসের ব্রিটেন সফর। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম ইউরোপ সফর। ৯ তারিখ ঢাকা থেকে লন্ডন রওনা দেওয়ার কথা ইউনুসের। ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। কার্যকরী বিদেশ সচিব রুহুল আলম সিদ্দিকি জানিয়েছেন, ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেম ইউনুস। পরদিন, ১২ জুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের কথা। ইউনুসকে বিশেষ পুরস্কার 'হারমনি অ্যাওয়ার্ড ২০২৫' প্রদান করবেন তিনি। তবে এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ব্রিটেনে পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়টি নিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে আলোচনা। কিন্তু এনিয়ে কূটনৈতিক পর্যায়ে কতটা অগ্রগতি সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে।

ইউনুসের এই সফরে আরও একটি বিষয় নজরে রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাক্ষাতের সম্ভাবনা। দেশে লাগাতার ইউনুস সরকারের উপর একাধিক রাজনৈতিক চাপ রয়েছে। বিশেষত খালেদা জিয়ার দলের তরফে নির্বাচন নিয়ে চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে তারেক রহমানের সঙ্গে ইউনুসের সাক্ষাৎ আদৌ সম্ভব কি না বা তা হলেও কতটা ফলপ্রদ হবে, তা নিয়ে সংশয় থাকছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী সপ্তাহে তিনদিনের ব্রিটেন সফরে মহম্মদ ইউনুস।
  • ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর, পাবেন বিশেষ পুরস্কারও।
  • বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।
Advertisement