সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে (Bangladesh) মন্ত্রীর সভায় স্লোগান দেওয়া ঘিরে উত্তরে জেলা রংপুরে রক্তক্ষয়ী পরিস্থিতি। প্রাণ হারালেন একজন। রংপুরের কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ইদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভা ছিল। সেই সভায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে শাসকদল আওয়ামি লিগের (Awami League)দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। তাতে সোনা মিঞা নামে ৫৫ বছরের একজনের মৃত্যু হয়। জখম হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্সে ভরতি করে চিকিৎসা চলছে।
রাজধানী ঢাকা ৪০০ কিলোমিটার দূরের রংপুরে সোমবার রাত ৮টা নাগাদ। খানসামারহাটের ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের মাঠের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। এর আগে বিকেলে একই মাঠে মন্ত্রীর মত বিনিময় সভায় স্লোগান (Slogan) দেওয়া নিয়ে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। উদ্ভূত পরিস্থতিতে মত বিনিময় সভা না করে ঘটনাস্থল থেকে চলে যান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহত সোনা মিঞা হারাগাছের নজিরদহ নয়াটারি এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি কাউনিয়া উপজেলা আওয়ামি লিগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়ার অনুসারী বলে দলীয় সূত্রে বলা হয়েছে।
[আরও পড়ুন: মহানগরের তৃতীয় পর্বে অনির্বাণ ভট্টাচার্য, শুটিং ফ্লোরের ছবি শেয়ার অভিনেতার]
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া মঙ্গলবার মিডিয়াকে জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। তাঁর নাম মোজাম্মেল হক। ৬৫ বছর বয়সী মোজাম্মেল কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন আওয়ামি লিগের প্রাক্তন সভাপতি।