shono
Advertisement
Bangladesh-Pakistan

ফের প্রকাশ্যে ইউনুসের পাক-প্রীতি! ঢাকায় পাকিস্তানের সেনাকর্তাদের সঙ্গে বৈঠকে কী আলোচনা?

ভারতের নাম না করে ফের ভুয়ো খবর নিয়ে সতর্কতার কথা বললেন ইউনুস।
Published By: Sucheta SenguptaPosted: 05:28 PM Oct 26, 2025Updated: 05:35 PM Oct 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়াচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস! ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান, জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। দু'দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কর্তাদের এই সফর বলে জানা যাচ্ছে। শনিবার রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়েছে। সূত্রের খবর, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতায় গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে অনুমান।

বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন সূত্রে খবর, দু'দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে বক্তব্য রেখেছেন জেনারেল মির্জা একাধিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার পাকিস্তানের ইচ্ছাপ্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, সংযোগ এবং বিনিয়োগ সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেন। দুই দেশই মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে। এছাড়াও সামাজিক মাধ্যমে ভুয়ো খবর ও তথ্যের অপব্যবহার প্রতিরোধ নিয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগেই বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ভারত ভুয়ো খবর ছড়াচ্ছে বলে কটাক্ষ করেছিলেন ইউনুস। পাক সেনাকর্তাদের সঙ্গে বৈঠকে ভারতের নাম না করে ফের সেই প্রসঙ্গ তোলা হয়। পাকিস্তানের তরফে জেনারেল মির্জা দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানুষের মধ্যে সম্পর্কের গুরুত্ব উল্লেখ করে বলেছেন, ‘‘আমাদের দুই দেশ একে অপরকে সমর্থন করবে।’’

তিনি জানান, করাচি-চট্টগ্রাম নৌরুট ইতিমধ্যেই চালু হয়েছে, আর ঢাকা-করাচি বিমান রুট কয়েকমাসের মধ্যে উদ্বোধন করা হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস সামাজিক মাধ্যমে মিথ্যা খবর এবং গোপন তথ্য ছড়ানোর ফলে সৃষ্ট বিশৃঙ্খলার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, ‘‘ফেক নিউজ এবং বিভ্রান্তিকর তথ্য সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, যা বিশৃঙ্খলার জন্য ব্যবহার করা হচ্ছে। তা রোধ করতে বিশ্বকে উদ্যোগ গ্রহণ করতে হবে।’’ এই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের প্রকাশ্যে ইউনুসের পাক-প্রীতি!
  • ঢাকায় পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির সঙ্গে বৈঠক ইউনুসের।
Advertisement