shono
Advertisement
Bangladesh

জগন্নাথ-ভক্তি ইউনুসের! শোভাযাত্রা, অনুষ্ঠানে বাংলাদেশে ৯ দিনের রথযাত্রার প্রস্তুতি

ঢাকার ধামরাইয়ের এই রথযাত্রা উৎসব ৪০০ বছরের পুরনো।
Published By: Sucheta SenguptaPosted: 06:53 PM Jun 26, 2025Updated: 06:58 PM Jun 26, 2025

নিজস্ব সংবাদদাতা, ঢাকা: আর পাঁচটা হিন্দু ধর্মের উৎসব-আচার পালনে বারবার বাধাদানের অভিযোগ ওঠে বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে। কিন্তু সেখানে রথযাত্রা উৎসব পালিত হচ্ছে মহাসমারোহ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা-সহ সারাদেশে শুক্রবার থেকে শুরু হতে চলেছে ৯ দিনব্যাপী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এই উৎসবের আয়োজন করছে বরাবরের মতো ইসকন ঢাকার স্বামীবাগ আশ্রম। বর্ণাঢ্য শোভাযাত্রা, বিশ্বশান্তিকল্পে অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন, ভাগবতীয় আলোচনা, শ্রীচৈতন্যচরিতামৃত পাঠ, ধর্মীয় নাটক ও হরিনাম সংকীর্তন-সহ নানা কর্মসূচিতে সাজানো হয়েছে এই রথযাত্রা মহোৎসব।

Advertisement

বুধবার ইসকনের স্বামীবাগ আশ্রমে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে উৎসবের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের এবারের রথযাত্রায় অন্তত লক্ষাধিক ভক্তের সমাগম সাধারণ সম্পাদক চন্দ্র দাস আশা করছেন। এসময় মত বিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শ্রী জ্যোতিশ্বর গৌর দাস ব্রহ্মচারী, কার্যনির্বাহী কমিটির সদস্য বিমলা প্রসাদ দাস, হৃষিকেশ গৌরাঙ্গ দাস, নন্দন আচার্য দাস।

এদিকে, জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব কেন্দ্র ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম, বম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশ-সহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। রথযাত্রা নির্ধারিত রুটে ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মহম্মদ সাজ্জাত আলি।

অপরদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকার ধামরাইয়ের ২৭ জুন শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে প্রায় ৪০০ বছরের পুরোনো উপমহাদেশ খ্যাত ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব যশোমাধব দেবের রথযাত্রা ও তার মাসব্যাপী মেলা। এ দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় রথ উৎসব অনুষ্ঠিত হয় এই ধামরাইয়ে। ৫ জুলাই অনুষ্ঠিত হবে উলটোরথ যাত্রা অনুষ্ঠান। তবে মেলা চলবে মাস ব্যাপী। এবার রথ উৎসব ও মেলার উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্ন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেঃ জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সভাপতিত্ব করবেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালানা ও রথ পরিচালনা কমিটির সভাপতি অবসর প্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস, শ্রীশ্রী যশোমাধাব মন্দির পরিচালানা ও রথ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও আর পি সাহার নাতি রাজীব প্রসাদ সাহা । অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করবেন ধামরাই শ্রীশ্রীযশোমাধব মন্দির পরিচালানা ও রথ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন।

এই উৎসব হিন্দু ধর্মীয় ভাবধারায় প্রায় ৪০০ শত বৎসর পূর্ব হতে শুরু হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে এই উৎসব ব্যাপক ভাবে সর্বজনীনতা লাভ করেছে। এই ধর্মীয় রথ উৎসবকে কেন্দ্র করে ও ইতিহাস খ্যাত ধামরাইয়ে বেড়ানোর জন্য প্রতিটি বাসগৃহে দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজন এসে ভিড় করে। অতীতে বাংলাদেশ নয়, বিদেশ থেকেও হাজারও ভক্তবৃন্দ রথ উৎসবকে কেন্দ্র করে ধামরাইয়ে এসে ভিড় জমাত। এখনও আসে। এই ঐতিহব্যবাহী রথ উৎসবকে কেন্দ্র করে গোটা ধামরাইয়ে এখন সাজ সাজ রব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইউনুসের বাংলাদেশে মহাসমারোহে রথযাত্রা উৎসব।
  • ঢাকার ধামরাইয়ের রথযাত্রা উৎসব ৪০০ বছরের পুরনো।
  • শুক্রবার থেকে ৯ দিন ব্যাপী রথযাত্রা উৎসব হবে বাংলাদেশে।
Advertisement