shono
Advertisement

বাংলাদেশ নির্বাচনে প্রথমবার প্রার্থী শাকিব-ফিরদৌস, লড়াইয়ে ফের মাশরাফিও

কোন আসনে লড়বেন তারকা প্রার্থীরা?
Posted: 10:33 AM Nov 27, 2023Updated: 11:07 AM Nov 27, 2023

সুকুমার সরকার, ঢাকা: প্রথমবার ভোটের ময়দানে শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশের (Bangladesh) জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে প্রার্থী করেছে শাসক দল আওয়ামি লিগ। এছাড়াও ফের সাংসদ পদে লড়বেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা (Mashrafe Bin Mortaza)। দুই ক্রিকেটারের পাশাপাশি অভিনেতা ফিরদৌসকেও টিকিট দিয়েছে শেখ হাসিনার (Seikh Hasina) দল। বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেও সপ্তমবারের জন্য সাংসদ পদে লড়তে চলেছেন। উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন রয়েছে। যদিও বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কটের ডাক দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: টিকিট কেলেঙ্কারি! শুভেন্দুর জমানায় পরিবহণে বিশাল দুর্নীতির হদিশ, দায়ের FIR]

দেশের ৩০০টি আসনের জন্য আওয়ামি লিগের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষিত হয় রবিবার। সেখানেই দেখা যায়, প্রথমবারের জন্য রাজনীতির ময়দানে জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে বাংলাদেশ অধিনায়ক শাকিব। মাগুরা-১ আসনে তাঁকে প্রার্থী করেছে শাসক দল। উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিশ্বকাপে একেবারেই ভালো ফর্মে ছিলেন না টাইগার অধিনায়ক। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি খেলে অবসর নেওয়ার ভাবনাও রয়েছে তাঁর। তার মধ্যেই রাজনীতিতে নয়া ইনিংস শুরু করছেন সীমিত ওভারে বিশ্বের এক নম্বর অল রাউন্ডার। যদিও গতবারের নির্বাচনেও শাসকদলের হয়ে লড়তে চেয়েছিলেন শাকিব। কিন্তু অনুমতি দেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেটে তাঁর প্রয়োজন রয়েছে।

বাংলাদেশের ভোটযুদ্ধে রয়েছেন আরেক ক্রিকেটার মাশরাফিও। ২০১৮ সালে নির্বাচনে জিতে সাংসদ হয়েছিলেন। আবারও তাঁকে নড়াইল-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। দেশের জনপ্রিয় মুখ অভিনেতা ফিরদৌসকেও ঢাকআ-১০ আসনে প্রার্থী করেছে আওয়ামি লিগ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রাক্তন মন্ত্রী আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনে মনোনয়ন পেয়েছেন। প্রধানমন্ত্রী তথা আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে।

[আরও পড়ুন: অকাল বর্ষণে বিপর্যস্ত গুজরাট, বজ্রপাতে একদিনেই মৃত অন্তত ২০]

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement