shono
Advertisement

নিউ ইয়র্কে শিল্পপতিদের সঙ্গে বৈঠক হাসিনার, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

আন্তর্জাতিক মঞ্চে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টিও  তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।
Posted: 01:18 PM Sep 22, 2021Updated: 01:18 PM Sep 22, 2021

সুকুমার সরকার, ঢাকা: নিউ ইয়র্কে শিল্পপতিদের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন তথা কৃষি প্রক্রিয়াকরণ-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বাংলাকে পুজোর উপহার হাসিনার, কয়েক হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ]

বুধবার নিউ ইয়র্কে শিল্পপতিদের সঙ্গে গোলটেবিল বৈঠকে দেশের অর্থনীতিতে মার্কিন বিনিয়োগের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ‘বাংলাদেশ ফরওয়ার্ড: দ্য ফ্রন্টিয়ার ফর গ্রোথ’ শীর্ষক ভারচুয়াল গোলটেবিল বৈঠকের আয়োজন করে। নিউ ইয়র্ক প্যালেস থেকে ভারচুয়ালি এই বৈঠকে যোগ দেন শেখ হাসিনা। বৈঠকে শিল্পপতিদের কাছে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, গাড়ি শিল্প, হালকা প্রকৌশল, কৃষি প্রক্রিয়াকরণ, নীল অর্থনীতি, পর্যটন, জ্ঞানভিত্তিক হাইটেক শিল্প-সহ অন্যান্য লাভজনক খাতে মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি।”

২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের দপ্তরে সাধারণ সভার ৭৬তম অধিবেশনে বক্তব্য রাখবেন হাসিনা। ১৯৭৪ সালে রাষ্ট্রসংঘে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণ অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরগুলির মতো এবারও বাংলায় তাঁর ভাষণ দেবেন। সূত্রের খবর, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন-সহ একাধিক বিষয়ে বক্তব্য রাখবেন হাসিনা। আন্তর্জাতিক মঞ্চে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টিও  তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, করোনা মহামারী ও রোহিঙ্গা সমস্যার জেরে বেশ চাপ তৈরি হয়েছ এ বাংলাদেশের (Bangladesh) প্রথনীতির উপর। তাই বিদেশি বিনোযোগের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও মজবুত করে তুলতে চাইছেন প্রধানমন্ত্রী। এদিন শিল্পপতিদের শেখ হাসিনা বলেন, “আমরা সমৃদ্ধির পথে অনেক দূর এগিয়ে গিয়েছি। বাংলাদেশ এখন বিশ্বের দরবারে আর্থসামাজিক উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। বিশ্বও আজ বাংলাদেশের শক্তিশালী টেকসই অর্থনীতির স্বীকৃতি দিয়েছে। কোভিড-১৯ মহামারিতেও বাংলাদেশের অর্থনীতি টিকে আছে।”

[আরও পড়ুন: ব্যক্তিগতভাবে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে ছাড়পত্র মিলতে চলেছে বাংলাদেশে, তৈরি হচ্ছে নয়া পলিসি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement