সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেখক রাহুল মোদির সঙ্গে বহুদিন ধরেই শক্তিকন্যা শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) প্রেমের গুঞ্জন। মাসখানেক আগে সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী। আর তারপর থেকেই তাঁর অনুরাগীদের মনে বারবার প্রশ্ন জেগেছে যে, কবে বিয়ের পিঁড়িতে বসবেন শ্রদ্ধা? এবার সেই প্রশ্নের উত্তরইদিলেন শ্রদ্ধা যা ইতিমধ্যেই নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে।
সম্প্রতি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিজ্ঞাপনী প্রচারমূলক ভিডিও ভাগ করে নেন। আর সেখানেই শ্রদ্ধাকে তাঁর এক অনুরাগী প্রশ্ন করে বসেন, 'আপনি কবে বিয়ে করবেন?' ওই অনুরাগীর কমেন্টের জবাব দেন অভিনেত্রী। প্রত্যুত্তরে শ্রদ্ধা লেখেন, 'আমি অবশ্যই বিয়ে করব।' নেটপাড়ায় শ্রদ্ধার দেওয়া সেই উত্তর ইতিমধ্যেই ভাইরাল। যা থেকে অনেকেরই ধারনা সম্পর্কে সিলমোহর দেওয়ার পর এবার খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সাল থেকেই শ্রদ্ধা ও রাহুলের সম্পর্কের প্রেমের গুঞ্জন চলেছে। মাসখানেক আগে সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছে। কখনও অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠানে তো কখনও মায়ানগরীতে একসঙ্গে সময় কাটানো বা ডিনার ডেটে, আবার কখনও কোনও ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে ধরা দিয়েছেন দু'জনে। বারবার উঠে এসেছে তাঁদের সম্পর্কের চর্চা। বলে রাখা ভালো, এই মুহূর্তে শ্রদ্ধা 'ইথা' ছবির শুটিং করছেন বলে শোনা যাচ্ছে। যা শেষ হবে চলতি বছর মার্চ মাসে। এই ছবির শুটিং শেষ করে এপ্রিল নাগাদ নাকি 'নাগিন' ছবির শুটিং শুরু করবেন অভিনেত্রী।
