shono
Advertisement
Bangladesh

মৌলবাদী হানায় খোকনের মৃত্যুতে আতঙ্কে তাঁর স্ত্রী, নিরাপত্তার প্রার্থনা পরিবারের

খোকন ২ হামলাকারীকে চিহ্নিত করলেও এখনও তাঁদের গ্রেপ্তার করা হয়নি।
Published By: Amit Kumar DasPosted: 06:01 PM Jan 03, 2026Updated: 06:01 PM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হামলার পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও আতঙ্কে ভুগছে খোকনচন্দ্র দাসের পরিবার। দিনকয়েক আগের রাতের সেই হামলার সময়ের কথা বলতে গিয়ে ভয়ে কাঁপছে খোকনের স্ত্রী সীমা। তাঁর অনুরোধ, পুলিশ যেন তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে।

Advertisement

এক সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের কারও সঙ্গে কোনও বিরোধ নেই। বুঝতে পারছি না কেন আমার স্বামীকে হঠাৎ করে টার্গেট করা হল!” সেই ভয়াবহ দিনের ঘটনার কথা বলতে গিয়ে সীমা বলছেন, হামলার পর দুষ্কৃতীরা খোকনের মাথায় ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, সেই অবস্থাতেই পাশের এক পুকুরে ঝাঁপ দিয়ে ওই উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা পান খোকন। খোকনের স্ত্রী বলছেন, অভিযুক্ত ২ জনকে শনাক্ত করেছেন অসুস্থ খোকন, “পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে। আমি সরকারের কাছে সাহায্যের জন্য অনুরোধ করছি”, বলছেন সীমা। তাঁর আরও অনুরোধ, পুলিশ যেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে। এদিকে, বাংলাদেশে জামাত-ই-ইসলামির সঙ্গে বৈঠক হয়েছে ভারতীয় কূটনীতিকদের। সেই খবর নিশ্চিত করেছেন জামাতের আমির শফিকুর রহমান।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছরের শুরুর দিকে ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন শফিকুর। গত বুধবার নিজের বাসভবনে দেওয়া সাক্ষাৎকারে শফিকুর ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। শফিকুর বলেন, ‘অন্যান্য দেশের কূটনীতিকরা যেমন প্রকাশ্যে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমন করেননি। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন।’

তিনি প্রশ্ন করেন, ‘কেন? অনেক কূটনীতিক আমার কাছে এসেছিলেন এবং তা সবাইকে জানানো হয়েছিল। সমস্যা কোথায়?’ তিনি আরও বলেন, ‘আমাদের সবার কাছে উন্মুক্ত হতে হবে। আমাদের সম্পর্কের উন্নতি ছাড়া অন্য কোনও বিকল্প নেই।’ যদিও, এই বিষয়ে কোনও বক্তব্য দেয়নি ভারতের বিদেশ মন্ত্রক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হামলার পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও আতঙ্কে ভুগছে খোকনচন্দ্র দাসের পরিবার।
  • দিনকয়েক আগের রাতের সেই হামলার সময়ের কথা বলতে গিয়ে ভয়ে কাঁপছে খোকনের স্ত্রী সীমা।
  • তাঁর অনুরোধ, পুলিশ যেন তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে।
Advertisement