shono
Advertisement
Duttapukur Murder

দত্তপুকুরের মুণ্ডহীন দেহ কুখ্যাত দুষ্কৃতী হজরতের, ত্রিকোণ প্রেমেই খুন? ধৃত ২

খুনের ঘটনায় জড়িত সন্দেহে ওয়েবাদুল্লাহ গাজি ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Tiyasha SarkarPosted: 10:28 AM Feb 06, 2025Updated: 12:00 PM Feb 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দত্তপুকুরে উদ্ধার হওয়া মুণ্ডহীন দেহ কুখ্যাত দুষ্কৃতী হজরত লস্করের। তবে দীর্ঘদিন আগেই অপরাধ জগৎ থেকে সরে এসেছিলেন তিনি। উত্তরপাড়া থানার এক অফিসারের সহযোগিতায় সৎভাবে বাঁচতে শুরু করেছিলেন। তারপরই এই ঘটনা। নেপথ্যে ক্রমশ জোরালো হচ্ছে ত্রিকোণ প্রেমের তত্ত্ব। ইতিমধ্যেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে মৃতের ভাই ওবাইদুল্লা গাজি ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, গাইঘাটার আঙুলটাকা গ্রামের বাসিন্দা হজরত লস্কর। মূলত চুরি-ছিনতাই করত সে। সঙ্গী ছিল তারই ভাই অর্থাৎ ধৃত ওবাইদুল্লা গাজি। একাধিক থানায় তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। মাদক পাচার মামলায় গ্রেপ্তারও হয় হজরত। পরবর্তীতে উত্তরপাড়ার থানার এক অফিসারের সহযোগিতায় অপরাধ জগৎ থেকে সরে আসে হজরত। এখানেই শেষ নয়, দলের বেশ কয়েকজনকে হজরত পুলিশের হাতেও তুলে দেয়। তবে কি সেই ক্ষোভেই খুন? নাকি নেপথ্যে পরকীয়া, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। ধৃতদের জেরা করলে রহস্যের শিকড়ে পৌঁছনো যাবে বলেই আশাবাদী পুলিশ।

উল্লেখ্য, সোমবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ছোট মালিয়াকুর ও জাগুলিয়ার বাজিতপুরের মধ্যবর্তী চাষের জমিতে এক যুবকের নগ্ন দেহ পাওয়া গিয়েছিল। ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। পুলিশ তদন্ত শুরু করলেও দু’দিনে ওই কাটা মুণ্ড উদ্ধার করতে পারেনি। শেষমেশ নিখোঁজ ডায়েরির সূত্র ধরেই হাতের ট্যাটু দেখিয়ে নিহতের পরিচয় জানা যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দত্তপুকুরে মুণ্ডহীন দেহ কুখ্যাত দুষ্কৃতী হজরত লস্করের। তবে দীর্ঘদিন আগেই অপরাধ জগৎ থেকে সরে এসেছিলেন তিনি।
  • উত্তরপাড়া থানার এক অফিসারের সহযোগিতায় সৎভাবে বাঁচতে শুরু করেছিলেন। তারপরই এই ঘটনা। নেপথ্যে ক্রমশ জোরালো হচ্ছে ত্রিকোণ প্রেমের তত্ত্ব।
  • ইতিমধ্যেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে ওয়েবাদুল্লাহ গাজি ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার