shono
Advertisement
Domkal Case

শালিমার স্টেশনে ধৃত ডোমকলে পুলিশের উপর হামলাকারী ২, কেরলে পালিয়ে যাওয়ার ছক বানচাল

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় শালিমার জিআরপি।
Published By: Paramita PaulPosted: 01:12 PM Jan 30, 2025Updated: 02:30 PM Jan 30, 2025

অরিজিৎ গুপ্ত, হাওড়া: অবশেষে ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার ২ মূল অভিযুক্ত। কেরলে পালিয়ে যাওয়ার ছক ছিল তাদের। ট্রেনে ওঠার আগেই বুধবার রাতে শালিমার স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হল।

Advertisement

মুর্শিদাবাদের ডোমকলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনার মূল দুই অভিযুক্ত এতদিন পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই মূল অভিযুক্তকে হাওড়ার শালিমার স্টেশন থেকে গ্রেপ্তার করল শালিমার রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল মাসাবুল শেখ, বয়স ৪৫ বছর ও মলিনা বিবি, বয়স ৩৫ বছর।

বুধবার রাতে ১২৬৬০ শালিমার নাগের কল গুরুদেব এক্সপ্রেসে চেপে কেরলে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় শালিমার জিআরপি। ঠিক ট্রেনে ওঠার আগেই পুলিশ তাদের পাকড়াও করে। বৃহস্পতিবার সকালে ধৃতদের নিয়ে মুর্শিদাবাদ রওনা দিয়েছে ডোমকল থানার পুলিশ।

১৫ জানুয়রি বুধবার রাতে ডোমকল থানার এসআই রানাপ্রতাপ সেনগুপ্ত, ছয়জন পুলিশ কর্মী সহ, পুলিশ হেফাজতে থাকা আসামি সোহেল রানা ওরোফে রানা শেখকে নিয়ে তাঁদের আলিনগর গ্রামের ঘাটপাড়ায় গিয়েছিলেন। পুলিশের উদ্দেশ্য ছিল, তার হেফাজত থাকা চুরির জিনিসপত্র উদ্ধার করা। কিন্তু পুলিশের গাড়ি সেখানে পৌঁছতেই রানার পরিবারের লোকজন ও পরিজনেরা হাঁসুয়া, লাঠি নিয়ে আক্রমণ করেন। রানাকে ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাইকারীদের বাঁধা দিতে গেলে এসআই রানাপ্রতাপ সেনগুপ্ত জখম হন। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ রবিবার বিকেল পর্যন্ত পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার দিন রাতেই পুলিশকে মারধরের ঘটনায় রায়পুর পঞ্চায়েতের সদস্য তৃণমূলের প্রাক্তন প্রধান মিনা বিবি-সহ চারজন গ্রেপ্তার হয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার ২ মূল অভিযুক্ত।
  • কেরলে পালিয়ে যাওয়ার ছক ছিল তাদের।
  • ট্রেনে ওঠার আগেই বুধবার রাতে শালিমার স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হল।
Advertisement