জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কাঁটাতার পেরিয়ে বাংলায় প্রবেশ করেছিলেন মাস ছয়েক আগেই। বেশ কিছুদিন কাজ করেছিলেন মুম্বইয়ে। বাংলাদেশে অশান্তি বাড়তেই দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন তাঁরা। তাতেই বিপত্তি। পুলিশের জালে দুই বাংলাদেশি মহিলা ও এক শিশু। শিশুটিকে পাঠানো হয়েছে হোমে।
হাসিনা সরকারের পতনের পর থেকে উত্তাল বাংলাদেশ। হিন্দুদের উপর মৌলবাদীর নির্যাতন চরমে। হিন্দুরা চেষ্টা করছেন কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে ভারতে আসার। এই পরিস্থিতিতে সম্প্রতি এদেশ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন সেখানকার বাসিন্দা রুনা খাতুন ও হাসিনা বেগম। সম্পর্কে তাঁরা মা-মেয়ে। জানা গিয়েছে, মাস ছয়েক আগে অবৈধভাবে ভারতে আসেন তাঁরা। কিন্তু আদতে বাসিন্দা বাংলাদেশের নড়াইলের। রুনা ও হাসিনার সঙ্গে ছিল পাঁচ বছরের এক শিশু।
ভারতে প্রবেশের পর মুম্বই চলে যান তাঁরা। সেখানে পরিচারিকার কাজ করতেন। বাংলাদেশে অশান্তি বাড়তেই ঘরে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা। সেই মতো মুম্বই থেকে চলে আসেন বাংলায়। হাজির হন গাইঘাটায়। পরিকল্পনা ছিল কাঁটাতার পেরিয়ে ঘরে ফেরার। কিন্তু শেষরক্ষা হল না। গাইঘাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। সঙ্গে থাকা পাঁচ বছরের শিশুকে পাঠানো হয়েছে হোমে।