বাবুল হক, মালদহ: ফের রাজ্যে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটল। রবিবার বাজ পড়ে মৃত্যু হয়েছে তিনজনের। জানা গিয়েছে, নিহতরা সকলেই মালদহের বাসিন্দা। আহত হয়েছেন আরও ৩ জন। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
[আরও পড়ুন: সচেতনতার বদলে ছেলেধরা আতঙ্ক উসকে পোস্টার, বিতর্কে বুদবুদের এক গ্রাম পঞ্চায়েত]
গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ রাজ্যের জেলাগুলি। রবিবার সকাল থেকেও চলছে বৃষ্টি। দুপুর থেকে বজ্রপাতও শুরু হয়৷ সেই সময় মালদহের পরানপুরে জমিতে চাষের কাজ করছিলেন ৬ জন কৃষক। আচমকা বাজ পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। মৃতদের নাম হাসান আলি, শেখ হোসেন ও আনারুল হক। আহত হন বাকি তিনজন। বিষয়টি নজরে পড়তেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইডাঙা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।গুরুতর অসুস্থ অবস্থায় ওই তিনজন বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আচমকা এই ঘটনায় শোকে ভাসছেন পরিজনেরা৷
এমন নয় যে তুমুল বজ্রপাত-সহ বৃষ্টি এই প্রথমবার দেখছে রাজ্যে৷ প্রায় ফি বছরই দিন কয়েকের এমন বৃষ্টিতে তিলোত্তমার জলমগ্ন দশা হয়৷ একই ছবি দেখা যায় রাজ্যের বিভিন্ন জেলায়। বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটে। তাহলে কি বজ্রনিরোধক ব্যবস্থা ক্রমশই দুর্বল হচ্ছে? শোভা বৃদ্ধিতে বড় গাছ কেটে এধরনের দুর্ঘটনাকে স্বাগতই জানানো হচ্ছে? বারবার পরিবেশবিদদের সতর্কবার্তা সত্বেও কেন সচেতনতা জাগছে না? উঠছে প্রশ্ন।
