shono
Advertisement

ইলিশ বা বোরলি নয়, জলপাইগুড়িতে জামাইষষ্ঠীর বাজার কাঁপাল কাতলা

কাতলায় কিস্তিমাত। The post ইলিশ বা বোরলি নয়, জলপাইগুড়িতে জামাইষষ্ঠীর বাজার কাঁপাল কাতলা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:42 PM Jun 19, 2018Updated: 08:12 PM Jun 19, 2018

শান্তনু কর, জলপাইগুড়ি: জামাইষষ্ঠীর বাজারে ভর্তি মাছের ভিড়। ইলিশ, বোরলি কত কী! কিন্তু সকলকে পিছনে ফেলে হিট ৩০ কেজির কাতলা। মাছ দেখতে, কিনতে, হুমড়ি খেয়ে পড়লেন বহু মানুষ। কাতলা মাছ দিয়েই বাজারের ব্যাগ ভরালেন অনেকেই।

Advertisement

[উপহার ভরতি ব্যাগ ট্রেনে ফেলেই চললেন ভুলোমন জামাই, বোমাতঙ্কে নাকাল যাত্রীরা]

জামাইষষ্ঠীর দিন জলপাইগুড়িতে সকাল থেকেই শোরগোল। কিছুক্ষণের মধ্যে রটে যায় বাজারে এসেছে ৩০ কেজি ওজনের কাতলার কথা। তারপর থেকে বাজারে বহু মানুষের ভিড়। কেউ আসেন মাছটিকে চোখের দেখা দেখতে। আবার কেউ যান মাছটিকে কিনে ব্যাগবন্দির আশাতেও। মাছ বিক্রেতা অশোক বাবু যদিও পরিকল্পনা করে আগে থেকেই মাছটি আনেন। তিনি জানান, “জামাইষষ্ঠী স্পেশ্যাল হিসেবে দুদিন আগেই বিহার থেকে আনানো হয়েছিল ৩০ কেজির এই কাতলা মাছটিকে। আলাদা করে রেখে দিয়েছিলেন তিনি।” বাজারে আরও কাতলা থাকলেও আকার এবং ওজনের কারণে এটিই নজরকাড়া হওয়ায় বেজায় খুশি ব্যবসায়ী।

[স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে পলাতক স্বামী, চাঞ্চল্য হরিণঘাটায়]

তবে বাজারে এদিন ইলিশ, বোরলির জোগান খানিকটা কমই ছিল। তবে যথেষ্ট পরিমাণে ছিল কাতলা। ১৬ এবং ২০ কেজি ওজনের কাতলা বিক্রি হয়েছে ৪০০ এবং ৫০০ টাকা কেজি দরে। স্টেশন বাজারের মাছ বিক্রেতা রতন দাস জানান, “এবার বোরলির সেই অর্থে জোগান কম। ইলিশ থাকলেও চাহিদা সে ভাবে ছিল না। পাকা কাতলার দিকেই নজর ছিল বেশির ভাগ ক্রেতার।” জামাই আদরের জন্য বাজারে ইলিশ না পেয়ে হতাশ বাজারমুখী শ্বশুররা। এক কথায় কাতলাতেই কিস্তিমাত জামাইষষ্ঠীর মাছের বাজার।

The post ইলিশ বা বোরলি নয়, জলপাইগুড়িতে জামাইষষ্ঠীর বাজার কাঁপাল কাতলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার