সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: আগুন নিয়ে খেলতে গিয়ে ঝলসে গেল চার শিশু। বুধবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে কাঁকসা থানার পানাগড় বাজারের রাইস মিল রোডে। স্থানীয়দের চেষ্টায় জখম শিশুদের উদ্ধার করে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্তে পুলিশ।
কাঁকসার রাইস মিল রোডের কাওয়ারিপট্টি এলাকায় এদিন দুপুরে একটি বনেট খোলা ইঞ্জিনহীন গাড়ির নিচে আগুন নিয়ে খেলছিল এক শিশুকন্যা-সহ তিন শিশু। আচমকা গাড়িটিতে আগুন ধরে যায়। চিৎকার শুরু করে ওই চার শিশু। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এলে তাঁরাও প্রাথমিকভাবে হতভম্ব হয়ে পড়েন। খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ওই চার শিশুকে উদ্ধার করে।
আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এবং আরও দুই শিশুকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর আটেকের পূর্বা সাউ, বছর পাঁচেকের আয়ুষ সাউ, বছর ছয়েকের শিবা সিংহ এবং বছর পাঁচেকের গোলু সিংহ আগুন নিয়ে খেলছিল। সকলেই পানাগড় রাইস মিল রোডের বাসিন্দা।
স্থানীয় পঞ্চায়েত সদস্য জিতেন্দ্র পাশওয়ান বলেন, "পুরোনো গাড়ির বনেটের নিচে প্রায় দিনই খেলা করে বাচ্চারা। আজ আচমকা আগুন জ্বালিয়ে দেয় তারা। সেই আগুন লেগে ঝলসে যায় তারা। আমরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তবে গাড়িটি কার, তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে।" আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল বলেন,"প্রাথমিকভাবে জানতে পেরেছি পুরোনো গাড়ির নিচে আগুন নিয়ে খেলতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা সেই নিয়েও তদন্ত শুরু হয়েছে।" দুই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখমদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।