shono
Advertisement

Breaking News

লাগাতার যৌন নির্যাতনের শিকার কিশোর, পুলিশের জালে প্রতিবেশী যুবক

১ মাস ধরে কিশোরের উপর নির্যাতন চালায় অভিযুক্ত যুবক। The post লাগাতার যৌন নির্যাতনের শিকার কিশোর, পুলিশের জালে প্রতিবেশী যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 09:57 PM Aug 24, 2019Updated: 11:43 PM Aug 24, 2019

সৌরভ মাজি, বর্ধমান: বছর তিরিশের যুবকের বিকৃত যৌন লালসার শিকার এবার এক নাবালক। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১২ বছরের ওই কিশোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার দেঁহা গ্রামে। নিগৃহীত কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতের নাম সুব্রত ক্ষেত্রপাল ওরফে সম্রাট। শনিবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

[আরও পড়ুন: ‘দিদিকে বলো’র প্রচারে ধান বুনলেন বিধায়ক, পান্তা দিয়েই সারলেন মধ্যাহ্নভোজ]

অভিযুক্ত সম্রাটের বাড়ি নির্যাতিত ওই কিশোরের এলাকাতেই। অভিযোগ, প্রায় মাসখানেক ধরে ওই কিশোরের উপর যৌন নির্যাতন চালাচ্ছিল সম্রাট। বাড়িতে কাউকে কিছু জানালে অভিযুক্ত তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ নাবালকের বাবার। সম্রাটের লাগাতার বিকৃত যৌন নির্যাতনের ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রকাশ্যে আসে গোটা ঘটনা। এরপরই নির্যাতিত ওই কিশোরের বাবা পুলিশে লিখিত অভিযোগ জানান। এরপর ওই নাবালককে প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। পরে অবনতি হওয়ায় ওই নাবালককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোর।

ওই কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ঘটনার তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সম্রাটকে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল ছড়িয়ে পড়েছে এলাকায়। বিকৃত মানসিকতার সম্রাটের শাস্তির দাবিতে সরব হয়েছেন ওই নাবালকের পরিবার। পাশাপাশি, স্থানীয়রাও অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন। তবে সম্রাটের দাবি, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরের মেডিক্যাল রিপোর্ট, বয়ান রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে যৌন নির্যাতনের প্রমাণ মেলার পরই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। তবে পুলিশের দাবি, জেরায় সে স্বীকারও করেছে যৌন নির্যাতনের কথা।

[আরও পড়ুন: ‘দিদিকে বলো’র পালটা ‘ঘরের ছেলেকে বলো’, মমতাকে চ্যালেঞ্জ মুকুলপুত্র শুভ্রাংশুর]

The post লাগাতার যৌন নির্যাতনের শিকার কিশোর, পুলিশের জালে প্রতিবেশী যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement