shono
Advertisement

Breaking News

মদ্যপ অবস্থায় ফাঁকা বাড়িতে ছাগলকে লাগাতার ধর্ষণ, গণপিটুনিতে জখম অভিযুক্ত

অভিযুক্তের সাফাই, মদ্যপ অবস্থায় ভুলবশত এমন কাজ করেছে। The post মদ্যপ অবস্থায় ফাঁকা বাড়িতে ছাগলকে লাগাতার ধর্ষণ, গণপিটুনিতে জখম অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 07:23 PM Feb 26, 2020Updated: 07:24 PM Feb 26, 2020

ধীমান রায়, কালনা: বিকৃতকামের চূড়ান্ত কদর্য রূপ। গৃহকর্তার অনুপস্থিতির সুযোগে মদ্যপবস্থায় একটি ছাগলকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনা থানার পূর্ব সাহাপুর গ্রামের টিকে পাড়ার। নিরীহ পশুটিকে ধর্ষণ করার সময় এলাকার মানুষের হাতেনাতে ধরা ফেলে অভিযুক্তকে। চলে গণপ্রহার। পরে কালনা থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত কৃষ্ণ হালদারকে উদ্ধার করে নিয়ে যায়। কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে তাকে।

Advertisement

সাহাপুর গ্রামের টিকে পাড়ার পশুপালক ভোম্বল মান্ডি মঙ্গলবার মাঠে কাজে গিয়েছিলেন। তার পোষা ছাগলটি বাড়িতে একাই ছিল। তাকে বেঁধে রেখে কাজে গিয়েছিলেন ভোম্বলবাবু। অভিযোগ, ছাগলটিকে একা দেখেই ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে প্রতিবেশী যুবক কৃষ্ণ হালদার। মদ্যপ অবস্থায় অবলা পশুকে একাধিকবার ধর্ষণ করে সে। চিৎকার করতে শুরু করে ছাগলটি। সেই সময় বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন বেশ কয়েকজন মহিলা ও পুরুষ। মদ্যপ অবস্থায় কৃষ্ণ হালদারের অপকর্ম দেখে ফেলেন তাঁরা। রাস্তা দিয়ে যাওয়া পাড়া প্রতিবেশীরাই মদ্যপ কৃষ্ণকে ধরে ফেলে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে বেধড়ক মারধর করে। গণপিটুনির পর কালনা থানার পুলিশের হাতে তুলে দেয় তাকে। পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।

[আরও পড়ুন: অ্যাসিড হামলার স্মৃতি মুছে নতুন জীবনে সঞ্চয়িতা, জীবনসঙ্গী কঠিন সময়ের ‘বন্ধু’ শুভ্র]

গণপিটুনিতে জখম কালনার পূর্ব সাহাপুরের কালীতলার বাসিন্দা অভিযুক্ত কৃষ্ণ হালদার। বর্তমানে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে তাকে। অভিযুক্তের সাফাই, মদ্যপ অবস্থায় ভুলবশত এমন কাজ করে ফেলেছে।

The post মদ্যপ অবস্থায় ফাঁকা বাড়িতে ছাগলকে লাগাতার ধর্ষণ, গণপিটুনিতে জখম অভিযুক্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement