shono
Advertisement

চা বাগানে ফের উদ্ধার চিতাবাঘের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

চিতাবাঘের নিথর দেহে মিলেছে রক্তের দাগ৷ The post চা বাগানে ফের উদ্ধার চিতাবাঘের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.
Posted: 07:26 PM Jan 19, 2019Updated: 07:44 PM Jan 19, 2019

অরূপ বসাক, মালবাজার: এলাকা দখলের লড়াইতে হার মেনে মৃত্যু, নাকি স্থানীয়দের হাতে খুন চিতাবাঘ? শনিবার সকালে মালবাজারের মেটেলি ব্লকের আইভিল চা বাগানে চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনায় এমনই নানা প্রশ্নের ভিড়৷ বনকর্মীরা চিতাবাঘের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন৷ যে এলাকা থেকে চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে, সেখানে মিলেছে রক্তের দাগ৷ তাই চিতাবাঘের মৃত্যু যে স্বাভাবিক নয়, তা মোটের ওপর স্পষ্ট বনদপ্তরের কাছে৷ তবে মৃত্যুর প্রকৃত কারণের খোঁজে বনাধিকারিকরা৷

Advertisement

[এনআরএসের পর এবার কোচবিহার, উদ্ধার ৫টি সারমেয় শাবকের দেহ]

গত ডিসেম্বর থেকে বারবারই শিরোনামে উঠে এসেছে চিতাবাঘ৷ চা বাগানে কখনও শিশু, আবার কখনও বয়স্কদের উপর চিতাবাঘ হামলা চালিয়েছে৷ আবার কখনও উদ্ধার হয়েছে চিতাবাঘের নিথর দেহ৷ সেই সব ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক চিতাবাঘের মৃত্যু৷ এবার ঘটনাস্থল মালবাজারের মেটেলি ব্লকের আইভিল চা বাগানের ডাঙ্গি ডিভিশনের ১৬ নম্বর সেকশন৷ শনিবার সকালে ওই এলাকায় চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ চিতাবাঘটিকে পড়ে থাকতে দেখেই শোরগোল পড়ে যায়৷ বনকর্মীদের কানে চিতাবাঘের মৃত্যুর খবর পৌঁছতে বেশি সময় লাগেনি৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা৷ চিতাবাঘের নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়৷ মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও ধন্দে বনাধিকারিকরা৷

[পাহাড়ের চিড়িয়াখানায় বিদেশি অতিথি, সুদূর জার্মানি থেকে আসছে ৫টি মিশমি টাকিন]

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় আরও একটি চিতাবাঘ রয়েছে৷ দু-একদিন ধরে নাকি দু’টি চিতাবাঘের মধ্যে চলছিল এলাকা দখলের লড়াই৷ সেই লড়াইয়ের ফলেই নাকি প্রাণহানি হয়েছে অপেক্ষাকৃত ‘দুর্বল’ চিতাবাঘটির৷ যদিও এলাকাবাসীর কথা কোনও প্রমাণ ছাড়া মানতে নারাজ বনাধিকারিকরা৷ সম্প্রতি এই এলাকার বাসিন্দারা বনদপ্তরে চিতাবাঘের আনাগোনার কথা জানিয়েছিলেন৷ খাঁচা পেতে চিতাবাঘ ধরার চেষ্টাও চলছিল৷ চিতাবাঘের মৃত্যুর নেপথ্যে স্থানীয় বাসিন্দাদের কোনও যোগসাজশ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন বনকর্মীরা৷ যে এলাকা থেকে চিতাবাঘটির দেহ উদ্ধার হয়েছে, ওই এলাকায় রক্তের দাগও মিলেছে৷ তাই এই আশঙ্কা আরও বেশি করে মাথা চাড়া দিয়েছে৷
এদিকে, চিতাবাঘের তাণ্ডবও অব্যাহত৷ বড়দিঘি চা বাগানের ১৫ নম্বর সেকশনে চিতাবাঘের হামলায় জখম হয়েছেন একজন৷ জখম তারসেন ভূমিজ মাল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি রয়েছেন৷ তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ 

The post চা বাগানে ফের উদ্ধার চিতাবাঘের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement