সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভারতীয় তরুণীর। নিহতরা হলেন পুল্লাখন্ডম মেঘনা রানি (২৪) এবং কাদিয়ালা ভাবনা (২৪)। দু’জনেই তেলেঙ্গানার মাহাবুবাবাদ জেলার বাসিন্দা। ইতিমধ্যেই তাঁদের দেহ ফেরাতে তৎপরতা শুরু করে দিয়েছে তাঁদের পরিবার।
জানা গিয়েছে, মেঘনা এবং কাদিয়ালা দু’জনেই শৈশবের বন্ধু। স্নাতকোত্তর শেষ করে তাঁরা চাকরির সন্ধানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পাড়ি দিয়েছিলেন। একসঙ্গেই থাকতেন দু’জন। সম্প্রতি বন্ধুদের সঙ্গে দুই তরুণী ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তাঁরা। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সেদেশের পুলিশ। মেঘনা এবং কাদিয়ালার মৃত্যুর খবর শুনে শোকস্তব্ধ তাঁদের পরিবার। তরুণীদের দেহ ফেরাতে ইতিমধ্যেই প্রচেষ্টা শুরু করেছে তারা।
সূত্রের খবর, সমস্ত খরচ মেটাতে একটি তহবিলও গঠন করা হয়েছে। এক্ষেত্রে গোটা প্রক্রিয়ায় সাহায্যের হাত বাড়ি দিয়েছে একটি বেসরকারি সংস্থা। তারা তাদের ওয়েবসাইটে আবেদন করে লিখেছে, 'দুই বোনকে যাতে মর্যাদাপূর্ণভাবে বিদায় জানাতে পারি, তার জন্য সাহায্য় করুন। যে কোনও অবদান, তা যতই ছোট হোক না কেন, আমাদের জন্য মূল্যবান।'
