নবেন্দু ঘোষ, বসিরহাট: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর বিয়েতে বেঁকে বসেছিল প্রেমিক। পরিণতি হল ভয়ংকর। প্রেমিকের যৌনাঙ্গ কেটে থানায় হাজির হল প্রেমিকা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার খাড়ুবালার বকজুড়ি গ্রামে। ইতিমধ্যেই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত যুবক আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি।
[আরও পড়ুন: ত্রুটিপূর্ণ নথি, এনআরসি আতঙ্কে একইদিনে উত্তরবঙ্গে আত্মঘাতী ২]
পুলিশ সূত্রে খবর, হাড়োয়ার বকজুড়ি গ্রামের বাসিন্দা ওই তরুণী। একই গ্রামের এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল তাঁর। উভয়েই গৃহশিক্ষকতা করত। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই তরুণী বিয়ের জন্য যুবককে চাপ দিচ্ছিল। কিন্তু তাতে রাজি হননি যুবক। এই নিয়ে উভয়ের মধ্যে মনমালিন্য বাড়ছিল। এরপর সোমবার রাত দুটো নাগাদ ওই তরুণী ফোন করে যুবককে তার বাড়িতে ডাকে। তার আগেই বিয়ের সাজে সেজে নেয় ওই তরুণী। সে দাবি করে, তখনই বিয়ে করতে হবে। এই নিয়ে ওই যুগলের মধ্যে বচসা বাধে। এরপরই ঘর থেকে ধারাল অস্ত্র বের করে প্রেমিককে আক্রমণ করে ওই তরুণী। অভিযোগ, যুবকের যৌনাঙ্গ কেটে দেয় তরুণী।
রক্তাক্ত অবস্থায় ওই যুবক চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়েই অচেতন হয়ে পড়ে। তড়িঘড়ি তাঁকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, এরপর রাত তিনটে নাগাদ অভিযুক্ত তরুণী রক্তমাখা ভোজালি নিয়ে হাড়োয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশের কাছে তরুণী দাবি করে যে,ছোট থেকেই তাদের প্রেম। গত দশ মাস আগে তারা বিয়েও করেছে। কয়েকবার সহবাসও করেছে। অথচ কোনওভাবেই স্ত্রীর মর্যাদা দিতে চাইছে না প্রেমিক। তাই সে বধূ বেশে সেজে যুবককে ডেকে স্ত্রীর মর্যাদা দিতে বলে। কিন্তু তাতেও রাজি না হওয়ায় অন্তরঙ্গ মুহূর্তের সুযোগ নিয়ে তরুণী প্রেমিকের যৌনাঙ্গ কেটে নেয়। উদ্দেশ্য, ওই যুবক যেন আর কারও হতে না পারে।
[আরও পড়ুন: বাড়ি ফাঁকার থাকার সুযোগে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ভাসুর]
যদিও এ কথা মানতে রাজি হয়নি যুবকের পরিবার। তরুণের এক কাকা বলেন, ‘‘দু’জনের মধ্যে প্রেম থাকলেও ইদানিং তরুণী অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। ওই ব্যক্তি-সহ তরুণী এবং তার বাবা ও দাদা মিলে পরিকল্পনা করে বাড়িতে ডেকে ভাইপোর এই অবস্থা করেছে। আমরা ওই চারজনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ’’এই অভিযোগ উড়িয়ে দিয়ে তরুণীর দাদা বলেন,‘‘আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরাই যদি অন্যায় করব তা হলে কেন বোনকে নিয়ে না পালিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিলাম? আসলে শারীরিক সম্পর্ক করলেও ওই তরুণ কিছুতেই বোনকে স্ত্রী হিসাবে মেনে নিচ্ছিল না। সেই আক্রোশ বসত বোন এমন ঘটনা ঘটিয়েছে। ’’গোটা ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তে শুরু করেছে পুলিশ।
The post সহবাসের পর বিয়েতে অমত, রাগে প্রেমিকের যৌনাঙ্গ কেটে থানায় গেল তরুণী appeared first on Sangbad Pratidin.
