সঞ্জিত ঘোষ, নদিয়া: রাস্তা দিয়ে যাতায়াতের সময় চিৎকার করে কুকুর। আর তাতে কান ঝালাপালা। বিরক্ত হয়ে খাবারে বিষ মিশিয়ে পাঁচটি সারমেয়কে খুনের অভিযোগ। রানাঘাট থানায় অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক অভিযুক্ত।
নদিয়ার রায়নগরের কর্মকার পাড়ার ঘটনা। স্থানীয়দের দাবি, পাঁচটি কুকুর নিয়ে ওই এলাকার বাসিন্দা তপন মণ্ডলের যত অশান্তি। কুকুরের চিৎকারে নাকি প্রায়শয়ই বিরক্তি প্রকাশ করতেন স্থানীয় বাসিন্দা তপন মণ্ডল। এলাকার পাঁচটি কুকুরের খাবারে বিষ মিশিয়ে তিনি খুন করেন বলেও অভিযোগ। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বেশ কয়েকটি কুকুর।
[আরও পড়ুন: ২৩-২৯ জুলাইয়ের Horoscope: সুখবর পেতে পারেন মেষ রাশির জাতকরা, সপ্তাহটি কেমন কাটবে আপনার?]
কর্মকার পাড়ার বাসিন্দারা রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন। ওই পাঁচটি সারমেয় খুনের ঘটনায় তপন মণ্ডলের বিরুদ্ধে সরাসরি থানায় অভিযোগ করেন তাঁরা। অভিযোগ দায়েরের পর থেকে এলাকাছাড়া অভিযুক্ত। সত্যি তপন মণ্ডল পথকুকুর খুনের ঘটনায় জড়িত কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
