জ্যোতি চক্রবর্তী, বসিরহাট: পারিবারিক অশান্তির জেরে স্বামীর চোখে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টাকি পুরসভা এলাকায়। চোখে ক্ষত নিয়ে টাকি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়দেব মণ্ডল নামে বছর চল্লিশের ওই ব্যক্তি পেশায় টোটো চালক। তাঁর বাড়িতেই একটি মুদি দোকান রয়েছে। তবে সেই দোকান থেকে যা আয় হয় তা স্ত্রীর। সূত্রের খবর, প্রতিদিনই সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে অশান্তি লেগে থাকত ওই দম্পতির মধ্যে। শনিবার বেলা বারোটা নাগাদ বাড়িতেই ছিলেন শিখা দেবী। রান্না করছিলেন তিনি। সেই সময় জয়দেব টোটো নিয়ে বাড়ি ফেরেন। এরপরই অশান্তি শুরু হয় দম্পতির মধ্যে। সামান্য কথা কাটাকাটি থেকে অশ্লীল গালিগালাজ শুরু করে ওই দম্পতি। সেই সময় স্ত্রীকে মারতে তেড়ে যান জয়দেব। অভিযোগ, তখনই গরম খুন্তি স্বামীর চোখে ঢুকিয়ে দেন শিখা। আহত অবস্থায় চিৎকার শুরু করেন জয়দেব। শুনতে পেয়ে প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে। বর্তমানে চিকিৎসাধীন ওই ব্যক্তি।
[আরও পড়ুন: প্রকাশ্যে নৈহাটি বিস্ফোরণ কাণ্ডের ফরেনসিক রিপোর্ট, স্পষ্ট পুলিশের গাফিলতি]
শিখাদেবীর কথায়, “রোজ বাড়িতে ফিরে এসেই অশান্তি শুরু করে। আমি তখন রান্না করছিলাম। রান্নাঘরে ঢুকে আমাকে মারতে আসে। তখন আমার হাতে খুন্তি ছিল, সেটি লেগে যায়। আমি ইচ্ছাকৃত ভাবে কিছু করিনি।” এমনকী জয়দেববাবু ছেলেকেও মারধর করেন বলে অভিয়োগ ওই মহিলার। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই পরিবারের অশান্তি নিত্যদিনের। প্রতিবেশীরা আগে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছেন। বুঝিয়ে মিটবার করার চেষ্টাও করা হয়েছে। কিন্তু তাতে আদতে কোনও লাভ হয়নি।
The post পারিবারিক অশান্তির জেরে স্বামীর চোখে খুন্তির ছ্যাঁকা মহিলার appeared first on Sangbad Pratidin.
