shono
Advertisement

Breaking News

‘রাগ’ করে চলে গিয়েছে স্ত্রী-মেয়েরা, সন্ধান পেতে পোস্টার যুবকের

স্ত্রীকে ফিরে পাওয়ার কাতর আর্তি অবাক করেছে অনেককেই। The post ‘রাগ’ করে চলে গিয়েছে স্ত্রী-মেয়েরা, সন্ধান পেতে পোস্টার যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:20 PM Nov 11, 2019Updated: 08:21 PM Nov 11, 2019

সৌরভ মাজি, বর্ধমান: শহরের রাজপথ থেকে গ্রামের মেঠোপথ। রাস্তার দু’ধারে পোস্টারে ছয়লাপ। ‘নিখোঁজ’ স্ত্রী ও মেয়েকে ফিরে পেতে কাতর আকুতি যুবকের। সন্ধান চাই লেখা পোস্টার দিয়ে হদিশ পেতে চাইছেন প্রিয়জনদের। ছবি, নাম দিয়ে পোস্টার দিয়ে তাঁদের সন্ধান চালিয়ে যাচ্ছেন পূর্ব বর্ধমানের জামালপুরের কিংকর মালিক। যদিও স্থানীয় সূত্রে খবর, কিংকরের মারধর ও অত্যাচারেই ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তাঁর স্ত্রী।

Advertisement

পেশায় ফেরিওয়ালা। বাড়ি জামালপুরের ইটলা গ্রামে। লজেন্স, বিস্কুট, চানাচুর-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিক্রি করেন তিনি। গত কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন জায়গায় ফেরি করার পাশাপাশি ব্যস্ত পোস্টার দিয়ে স্ত্রী ও দুই কন্যার সন্ধান পেতে। কিংকর জানান, পারিবারিক গোলমালের কারণে তাঁর স্ত্রী দুই মেয়েকে নিয়ে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছেন। তাঁর বড় মেয়ে দশম শ্রেণিতে পড়ে। ছোট মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী। গত ৩০ অক্টোবর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তাঁরা। সন্ধান জানাতে নিজের ঠিকানা ও মোবাইল নম্বরও সম্বলিত পোস্টার বিভিন্ন জায়গায় টাঙিয়েছেন। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। কিন্তু এখনও হদিশ পাননি স্ত্রী ও দুই মেয়ের সন্ধান পাননি। তিনি বলেন, “ওদের ছাড়া থাকতে পারব না। রাগ করে এভাবে বাড়ি ছেড়ে চলে গেলে কীভাবে বাঁচব আমি। তাই পোস্টার দিয়ে ওদের ফিরে পেতে চাইছি। ফোনেও পাচ্ছি না।”

[আরও পড়ুন: ‘আমি বিচারপতি হলে অযোধ্যার রায়টা অন্যভাবে দিতাম’, কী বলতে চাইলেন তসলিমা?]

কয়েকমাস আগে প্রেমিকার সন্ধান পেতে হুগলির এক যুবক একইভাবে হাজার হাজার পোস্টার দিয়েছিলেন স্টেশন-সহ বিভিন্ন জায়গায়। এবার বিবাহিত কেউ এইভাবে পোস্টার দিলেন। এই বিষয়ে কিংকরের স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় মোবাইলে। কিন্তু পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিংকরের সঙ্গে বিচ্ছেদ চান তাঁর স্ত্রী। সেই কারণেই মেয়েদের নিয়ে চলে গিয়েছেন। কিংকর মারধর করতেন প্রতিদিন। অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশেরও দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী। এখন স্ত্রীকে ফিরে পেতে এইভাবে পোস্টার দিয়ে মন পেতে চাইছে কিংকর। যদিও মারধরের কথা অস্বীকার করেছেন কিংকর।

The post ‘রাগ’ করে চলে গিয়েছে স্ত্রী-মেয়েরা, সন্ধান পেতে পোস্টার যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement