সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওষুধের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উদয়নারায়ণপুর হাসপাতালে। শুক্রবার সকালে ওই হাসপাতালের স্টোররুম থেকে আগুন ছড়াতে শুরু করে। দমকলের দু’টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
[আরও পড়ুন: ১৪ বছর মিড-ডে মিল বন্ধ পুরুলিয়ার স্কুলে, খবর পেতেই ব্যবস্থার আশ্বাস প্রশাসনের]
হাওড়ার উদয়নারায়ণপুর হাসপাতালের ওষুধের স্টোররুম থেকে আচমকাই কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই লেলিহান শিখাও দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় প্রায় গোটা হাসপাতাল চত্বর। আতঙ্কিত হয়ে পড়েন রোগী এবং তাঁদের পরিজনেরা। হুড়োহুড়ি করে হাসপাতাল থেকে বেরনোর চেষ্টা করেন তাঁরা। হাসপাতাল কর্মীরা তাঁদের উদ্ধারে সাহায্য করেন। হাসপাতালের সামনে মাঠে একে একে জড়ো হন প্রায় প্রত্যেকেই।
খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায়। শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে মাত্র একটি ইঞ্জিনে আগুন নেভানো যে মোটেও সম্ভবপর নয়, তা বুঝতে পারেন দমকলকর্মীরা। তাই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আরেকটি ইঞ্জিন। দমকলকর্মীদের প্রায় মিনিট পয়তাল্লিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে হাসপাতালের ওষুধের স্টোররুমে আগুন লাগল, তা এখনও জানতে পারেননি দমকলকর্মীরা। হাসপাতালের অগ্নিনির্বাপণ ব্যবস্থা আদৌ ঠিকঠাক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: বাড়ির কাছেই আক্রান্ত বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক, অভিযোগের তির তৃণমূলের দিকে]
এই ঘটনার ঠিক চব্বিশ ঘণ্টা আগে বৃহস্পতিবার সকালে হঠাৎই কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দোতলায় মাদার অ্যান্ড চাইল্ড হাবের পাশের প্যানেল রুমে আগুন লেগে যায়। শর্ট সার্কিট থেকেই হাসপাতালে আগুন লেগেছিল বলেই অনুমান দমকলকর্মীদের। প্রকৃত কারণের খোঁজে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। উদয়নারায়ণপুর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনারও প্রকৃত কারণের খোঁজ শুরুর দাবি জানিয়েছেন রোগী এবং তাঁদের পরিজনেরা।
The post সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি রোগীদের appeared first on Sangbad Pratidin.
