shono
Advertisement
Raydighi

৩দিন পর পুকুর থেকে নিখোঁজ শিশুর দেহ উদ্ধার, খুন নাকি দুর্ঘটনা?

বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার হয় শিশুর দেহ।
Published By: Sayani SenPosted: 02:17 PM Feb 01, 2025Updated: 02:17 PM Feb 01, 2025

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: তিনদিন পর নিখোঁজ শিশুর দেহ উদ্ধার। বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার হয় শিশুর দেহ। শনিবার সকালের এই ঘটনায় স্বাভাবিকভাবেই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির তেইশের লাটের দত্তপাড়ায় জোর শোরগোল।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জানুয়ারি দত্তপাড়ার বাসিন্দা বছর দশেকের ধনঞ্জয় দত্ত খেলতে বেরিয়েছিল। তারপর থেকে আর তার খোঁজ পাওয়া যায়নি। চারদিকে খোঁজাখুঁজি করা হয়। নিখোঁজ শিশুর খোঁজে 'সন্ধান চাই' পোস্টারও দেওয়া হয় এলাকায়। রায়দিঘি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগ পাওয়ামাত্রই নড়েচড়ে বসে পুলিশ। ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। পুকুরে পড়ে যেতে পারে সন্দেহে সেখানেও তল্লাশি চালানো হয়। পুকুরে জালও দেওয়া হয়। তা সত্ত্বেও খোঁজ মেলেনি শিশুর।

অথচ শনিবার সকালে ওই পুকুরেই ভেসে ওঠে ধনঞ্জয়েক দেহ। খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর যায় রায়দিঘি থানাতেও। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। ধনঞ্জয়ের নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, কেউ ওই শিশুকে খুন করে পুকুরে ফেলে দিতে পারে। প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাকে দুর্ঘটনা বলে মনে করছে। তবে খুনের সম্ভাবনাও এখনই এড়িয়ে যাওয়া হচ্ছে না। ময়নাতদন্তের পর শিশুর মৃত্যুর প্রকৃত কারণ সুস্পষ্ট হবে। নিখোঁজ শিশুর দেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে শিশুর মা এবং তার পরিবারের লোকজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনদিন পর নিখোঁজ শিশুর দেহ উদ্ধার।
  • বাড়ি থেকে কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার হয় শিশুর দেহ।
  • শনিবার সকালের এই ঘটনায় স্বাভাবিকভাবেই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির তেইশের লাটের দত্তপাড়ায় জোর শোরগোল।
Advertisement