shono
Advertisement

ডিম চাওয়ার ‘অপরাধ’, শিশুর গায়ে গরম খিচুড়ি ঢালল অঙ্গনওয়াড়ি কর্মী

শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ The post ডিম চাওয়ার ‘অপরাধ’, শিশুর গায়ে গরম খিচুড়ি ঢালল অঙ্গনওয়াড়ি কর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 12:34 PM May 25, 2019Updated: 12:40 PM May 25, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঙ্গনওয়াড়ির খিচুড়ির সঙ্গে একটা ডিম বেশি চেয়েছিল৷ এটাই ছিল বছর তিনেকের খুদের ‘অপরাধ’৷ শাস্তিস্বরূপ শিশুর প্যান্টের ভিতর গরম খিচুড়ি ঢেলে দেওয়ার অভিযোগ উঠল অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে৷ নৃশংস এই ঘটনার সাক্ষী মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের খিদিরপুর৷ অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় শিশুটি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভরতি রয়েছে৷ পুলিশ ইতিমধ্যেই অঙ্গনওয়াড়ির শিক্ষক এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷

Advertisement

[ আরও পড়ুন: মমতার আন্দোলনের সিঙ্গুরেই ফুটল পদ্মফুল, ধাক্কা তৃণমূলের]

কাকভোরে ঘুম থেকে উঠে পড়েছিল৷ সেভাবে কিছুই খাওয়া হয়নি৷ অভ্যাসের বশে কাঁধে ব্যাগ এবং হাতে কৌটো নিয়ে রওনা হয়েছিল স্কুলের উদ্দেশ্যে৷ বছর তিনেকের খুদে স্কুলে গিয়ে বই খুলে বসেছিল৷ কিন্তু বুঝতে পারে খিদে পেয়েছে৷ অঙ্গনওয়াড়ির নির্দিষ্ট সময় অনুযায়ী খিচুড়ি পেয়েছিল শিশুটি৷ মিলেছিল একটি ডিম৷ কিন্তু তাতে মন ভরেনি তার৷ তাই আরেকটি ডিম চায়৷ কিন্তু শিশুর দাবি শুনে চটে যায় অঙ্গনওয়াড়ির এক কর্মী৷ অভিযোগ, ওই মহিলা শিশুর প্যান্টের ভিতর খিচুড়ি ঢেলে দেয়৷ শরীরে নিম্নাংশ প্রায় সম্পূর্ণই পুড়ে যায় তার৷

[ আরও পড়ুন: দুর্গাপুরে ভরাডুবি তৃণমূলের, জেলা নেতৃত্বের ভূমিকায় দলের অন্দরে অসন্তোষ]

সাধারণত সকাল ৯টায় ছুটি হয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের অঙ্গনওয়াড়িতে৷ শিশুটিকে তাঁর মা অঙ্গনওয়াড়িতে দেওয়া-নেওয়া করেন৷ কিন্তু এদিন বেশ কিছুটা আগেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে একরত্তি৷ দুচোখে জল ভরে গিয়েছে তার৷ প্রথমে কিছুই বাড়িতে বলতে চায়নি সে৷ এরপর খুদে আধো আধো গলায় মাকে বলেন, ‘‘এক দিদিমণি তার প্যান্টে গরম খিচুড়ি ঢেলে দিয়েছে৷’’ একথা শুনেই অঙ্গনওয়াড়িতে ছুটে যান শিশুর পরিজনেরা৷ তবে তখন শিক্ষিকারা এই ঘটনায় কোনও সদুত্তর দিতে পারেননি৷ তড়িঘড়ি শিশুকে কোলে নিয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ছুটে যান তাঁরা৷ সেখানেই আপাতত ভরতি রয়েছে সে৷ খুদের নিম্নাংশ প্রায় পুরোটাই পুড়ে গিয়েছে৷ এই ঘটনায় ওই অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ইতিমধ্যে অঙ্গনওয়াড়ির শিক্ষক এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷ এই ঘটনাটি যে শুনছেন, সেই শিউরে উঠেছেন৷ কীভাবে একজন মহিলা এমন নৃশংস কাণ্ড ঘটাতে পারে, তা নিয়েই চলছে জোর আলোচনা৷  

The post ডিম চাওয়ার ‘অপরাধ’, শিশুর গায়ে গরম খিচুড়ি ঢালল অঙ্গনওয়াড়ি কর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement