shono
Advertisement

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মেধাবী ছাত্রীর, চাঞ্চল্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ছাত্রী৷ The post গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মেধাবী ছাত্রীর, চাঞ্চল্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে appeared first on Sangbad Pratidin.
Posted: 07:42 PM Jul 06, 2019Updated: 07:42 PM Jul 06, 2019

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: হস্টেলের শৌচালয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী৷ ৮০ শতাংশ দগ্ধ হয়ে তিনি এখন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ চিকিৎসকরা তাঁর প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন বলে খবর৷ মেডিক্যাল বোর্ডে আলোচনার মাধ্যমে তাঁর চিকিৎসা পদ্ধতি ঠিক করা হয়েছে৷

Advertisement

[আরও পড়ুন: মূক ও বধির ছাত্রীকে লাগাতার ধর্ষণ, অপরাধ ঢাকতে নির্যাতিতাকে অপহরণ]

বিশ্ববিদ্যালয়ে সূত্রে খবর, শনিবার সকাল ১১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মহিলা হস্টেল থেকে আচমকাই চেঁচামেচি শুনতে পান নিরাপত্তারক্ষীরা৷ হস্টেলের কাছে গিয়ে তাঁরা দেখেন, দোতলা থেকে কালো ধোঁয়া বেরচ্ছে৷ ধোঁয়ার উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, তা একটি ঘর লাগোয়া শৌচালয়৷ বিশ্ববিদ্যালয়ের দোতলার ওই ঘরে থাকেন গণিতে স্নাতকোত্তরের ছাত্রী লিপিকা রায়৷ তিনি কোচবিহারের বাসিন্দা, এমএসসি প্রথম বর্ষের ছাত্রী৷ তাঁর ঘরের দরজায় ধাক্কা দিয়ে কোনও সাড়া পাওয়ায়, নিরাপত্তারক্ষী এবং হস্টেলের অন্যান্য বাসিন্দারা দরজাটি ভেঙে ফেলেন৷ ভিতরে ঢুকে শৌচাগারের দরজা খুলে দেখা যায়, লিপিকা দগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন৷ সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়৷ কিন্তু ততক্ষণে তাঁর শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা৷ পুলিশের অনুমান, আত্মহত্যার চেষ্টা করেছিলেন লিপিকা৷

কিন্তু কী কারণে এমন একটি ঘটনা ঘটল, সে সম্পর্কে না লিপিকার রুমমেট, না সহপাঠী – কেউই কোনও সূত্র দিতে পারছেন না৷ এমনকী এবিষয়ে সম্পূর্ণ অন্ধকারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও৷ কোচবিহারের লিপিকা গণিত নিয়ে স্নাতকোত্তরে ভরতি হয়েছিলেন৷ শান্ত স্বভাবের ছাত্রীটি ঠিকমতো ক্লাসও করছিলেন৷ তবে সম্প্রতি তাঁর মধ্যে কোনও মানসিক অবসাদ বাসা বেঁধেছিল কি না, তা কারও জানা নেই৷ এদিন যে সময় তিনি এই ঘটনা ঘটান, সেসময় হস্টেলে কেউ ছিল না৷ সকলেই যে যার ক্লাস করতে বেরিয়ে গিয়েছিল৷

[আরও পড়ুন: যাত্রীদের দুর্ভোগ কমাতে বসিরহাট-নেবুখালি বাস পরিষেবা শুরু করলেন নুসরত]

এখানেই দানা বাঁধছে বেশ কিছু প্রশ্ন৷ তাহলে কি ইচ্ছা করেই আজ ক্লাসে যাননি লিপিকা? একলা থাকার সুযোগে পরিকল্পনা করেই কি আত্মহত্যার চেষ্টা? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ৷ তবে লিপিকার জবানবন্দি না পেলে, তাঁদের পক্ষেও এই রহস্যভেদ সম্ভব নয় বলে পুলিশ সূত্রে খবর৷ এমন মর্মান্তিক ঘটনার খবর দেওয়া হয়েছে কোচবিহারে, লিপিকার বাড়িতে৷  

The post গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা মেধাবী ছাত্রীর, চাঞ্চল্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement