shono
Advertisement
Barrackpore

বারাকপুর পুলিশ কমিশনারেট থেকে ঢিলছোড়া দূরত্বে শুটআউট, ভরদুপুরে ঝাঁজরা যুবক

কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়।
Published By: Sayani SenPosted: 04:20 PM Jan 22, 2025Updated: 05:18 PM Jan 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরদুপুরে বারাকপুরের চিড়িয়ামোড়ে চলল গুলি। জখম এক যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বারাকপুর কমিশনারেট থেকে ঢিলছোঁড়া দূরত্বের এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নিরাপত্তা। 

Advertisement

জখম যুবক মহম্মদ ইমদাদ। বুধবার দুপুরে নিজের বাড়ির সামনে ছিলেন তিনি। সেই সময় বাইকে চড়ে তিন যুবক ঘটনাস্থলে পৌঁছয়। ওই যুবককে লক্ষ্য করে পরপর গুলি চালায় বলে অভিযোগ। পাঁজর ভেদ করে গুলি লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। স্থানীয়রাই ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বারাকপুর কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। তবে কে বা কারা গুলি চালাল, গুলি চালানোর নেপথ্য কারণই বা কী, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে অনুমান, ব্যক্তিগত বিবাদের জেরে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। এলাকার সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ। এই প্রথমবার নয়, এর আগেও বারবার বারাকপুরে গুলি চলেছে। এদিনের ঘটনায় আরও একবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে কাদা ছোড়াছুড়ি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভরদুপুরে বারাকপুরের চিড়িয়ামোড়ে চলল গুলি।
  • জখম এক যুবক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
  • কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়।
Advertisement