সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নাম না করে শাহী মন্ত্রককে নিশানা করে তাঁর দাবি, রাজ্যকে অশান্ত করতে বাংলায় জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ! রাজ্য পুলিশ জেহাদিদের গ্রেপ্তার করতে যথেষ্ট সক্রিয়। তারাই সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। যা নিয়ে রাজ্য পুলিশের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। এবার তাঁদের জবাব দিলেন অভিষেক।
বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে 'সেবাশ্রয়ে'র উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেখান থেকেই তিনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, কেন্দ্রের ভূমিকা, রাজ্য থেকে পরপর জেহাদি গ্রেপ্তার নিয়ে মুখ খোলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিস্ফোরক অভিযোগ, "রাজ্যে অশান্তি ছড়াতে বিএসএফ বাংলায় জঙ্গি ঢুকিয়েছে। রাজ্য পুলিশ সক্রিয় না হলে ওদের ধরা যেত?" তাঁর কথায়, "বিরোধীরা বলছে বাংলা সন্ত্রাসের হাব হয়ে উঠছে! বাংলা হাব তো বটেই, তবে শিক্ষার হাব, স্বাস্থ্যের হাব, উন্নয়নের হাব। জঙ্গিদের ধরতে রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর।"
বাংলাদেশের হিন্দু নিপীড়ণ দেখেও হাত গুটিয়ে বসে কেন্দ্রীয় সরকার। এমনই অভিযোগ অভিষেকের। তাঁর কথায়, "সামনে ভোট নেই বলেই কি কেন্দ্র সরকার হাত গুটিয়ে বসে? ৫ আগস্টের পর বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কেন্দ্র সরকার কী করেছে? হিন্দুদের আশ্রয় দেওয়ার কথা বলেছিল। কিন্তু এখন কী করছে?" রাজ্যে অনুপ্রবেশ নিয়ে অভিষেক সীমান্তরক্ষা বাহিনী বা বিএসএফকেই দুষেছেন। তাঁর সাফ কথা, সীমান্তের দায়িত্বে তো বিএসএফ রয়েছে। তাদের হাতেই এই দায়িত্ব।