সৌরভ মাজি, বর্ধমান: বছরের শুরুতেই গলসিতে ভয়াবহ দুর্ঘটনা। মাটির বাড়ির উপর বালি বোঝাই লরি উলটে মৃত ৫। ঘটনার পরই বালি খাদানের অফিসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। অভিযোগ, মদ্যপ ছিলেন ওই লরির চালক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার ভোররাতে গলসির শিকারপুর এলাকায় বালি বোঝাই লরি বাঁধ ধরে যাওয়ার সময় হুড়মুড়িয়ে একট মাটির বাড়ির উপর পড়ে যায়। সেই সময় ঘরে ছিল দুই শিশু-সহ ৬ জন। বালি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। জখম হন এক যুবক। শব্দ পেয়ে স্থানীয়রাই ঘটনাস্থলে গিয়ে বালি সরিয়ে সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা সুচিত্রা মালিক, তাঁর মেয়ে দোলন মণ্ডল, জামাই বাপ্পা মণ্ডল, নাতনি নন্দিনী ও নাতিকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে চিকিৎসাধীন ১ যুবক।
[আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া এটিএম কার্ডের সঙ্গে কাগজে লেখা পিন, সহজেই টাকা হাতিয়ে গ্রেপ্তার মহিলা]
এই ঘটনার পরই ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে বালি খাদানের অফিসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি জেসিবি-সহ বেশ কয়েকটি গাড়িতে। ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। এখনও এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। ক্ষতিপূরণের না মিললে দেহ সৎকার করা হবে না বলেই দাবি পরিবারের সদস্যদের। সূত্রের খবর, দুর্ঘটনার সময় মদ্যপ ছিলেন লরির চালক। সেই বিষয়টি আদৌ সত্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
The post গলসিতে ভয়াবহ দুর্ঘটনা, বালি বোঝাই লরি চাপা পড়ে মৃত দুই শিশু-সহ ৫ appeared first on Sangbad Pratidin.
