সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কুপ্রস্তাবে সাড়া দিচ্ছিলেন না মহিলা। সেই আক্রোশে ওই মহিলার উপর 'অ্যাসিড' হামলা হল। হামলার পরই পলাতক অভিযুক্ত যুবক। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আক্রান্তের শরীরের একাধিক জায়গা পুড়ে গিয়েছে বলে খবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার সাগর থানার কৃষ্ণনগর বাজার এলাকায় ওই ঘটনা ঘটেছে। ওই মহিলা এলাকায় আইসিডিএস কর্মী হিসেবে এলাকায় কাজ করেন। অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে ওই মহিলাকে এলাকারই এক যুবক উত্ত্যক্ত করছিলেন। ওই যুবক বাপি মাইতি ওই মহিলারই প্রতিবেশী। দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিলেও ওই মহিলা সাড়া দেননি। ফলে বাপি মাইতির আক্রোশ আরও বেড়ে যায়।
ওই আইসিডিএস কর্মীর স্বামী ঘটনার প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। গতকাল কাজ সেরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। পথে সাইকেল বিগড়ে গেলে একটি দোকানে সেটি সাড়ানোর জন্য দাঁড়িয়েছিলেন ওই মহিলা। সেসময় বাপি পিছন থেকে তাঁর উপর অ্যাসিড হামলা চালায়। অ্যাসিড হানায় ওই মহিলার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। স্থানীয়রা বাপিকে তাড়া করলেও ধরতে পারেননি।
ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। ওই মহিলাকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চলছে। ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কিত ওই মহিলা। ঘটনার নিন্দা করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।