shono
Advertisement

Breaking News

মাধ্যমিক পরীক্ষার্থীর ঘরে ঢুকে অ্যাসিড ছুড়ল প্রতিবেশী

বহুদিন ধরে পরীক্ষার্থীকে উত্যক্ত করত ধৃত যুবক৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মেয়েটি৷ The post মাধ্যমিক পরীক্ষার্থীর ঘরে ঢুকে অ্যাসিড ছুড়ল প্রতিবেশী appeared first on Sangbad Pratidin.
Posted: 02:52 PM Feb 20, 2017Updated: 09:25 AM Feb 20, 2017

নিজস্ব সংবাদদাতা, খড়গপুর: মাঝে মাত্র আর একটি দিন৷ তারপরই রাজ্যজুড়ে শুরু মাধ্যমিক পরীক্ষা৷ কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়া আগেই জীবন সংশয় হয়ে উঠল এক মাধ্যমিক পরীক্ষার্থীর৷ প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে ওই ছাত্রীর ঘরে ঢুকে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ল প্রতিবেশী যুবক৷ ঘটনায় ঝলসে গিয়েছে ওই ছাত্রীর মুখ৷ জখম হয়েছে পাশে থাকা তিন বোন ও এক ভাইও৷ সোমবার ভোর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের সাতসাঁই গ্রামে৷

Advertisement

লাখ লাখ টাকা কমিশনে বিদেশে পাচার হয়েছে রাজ্যের শিশু

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতের নাম দিগ্বিজয় প্রধান৷ আশঙ্কাজনক অবস্থায় সবং গ্রামীণ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মাধ্যমিক পরীক্ষার্থী৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবংয়ের আধা শিমলা পঞ্চায়েতের সাতসাঁই গ্রামের বাসিন্দা বিবাহিত দিগ্বিজয় প্রধান অনেকদিন ধরেই এই পরীক্ষার্থীকে উত্যক্ত করত৷ বহুবার তাকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়েছে সে৷ সেই রাগে সোমবার ভোর তিনটে নাগাদ চুপিসারে সে ছাত্রীটির বাড়িতে ঢোকে৷ সেখানে বিছানায় ঘুমিয়ে থাকা মেয়েটির মুখ লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে৷ পাশে শুয়ে থাকা তার তিন বোন ও এক ভাইও জখম হয় ওই অ্যাসিডে৷ তাদের চিৎকারে পরিবারের অন্য সদস্য-সহ প্রতিবেশীরা ওই বাড়িতে ছুটে আসেন৷

ফের মালদা থেকে উদ্ধার ২০০০ টাকার জাল নোট, গ্রেপ্তার ১

তড়িঘড়ি পালাতে গিয়ে এলাকার মানুষের হাতে ধরা পড়ে যায় দিগ্বিজয়৷ তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে৷ ওই ছাত্রী-সহ জখমদের সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তিন বোন ও ভাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ কিন্তু এই পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রাখা হয়েছে৷ মেয়েটির মুখের অনেকটাই ঝলছে গিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎকরা৷

মাধ্যমিকের আগে এই বিষয়গুলিতেই পড়ুয়াদের সতর্ক করলেন পর্ষদ সভাপতি

The post মাধ্যমিক পরীক্ষার্থীর ঘরে ঢুকে অ্যাসিড ছুড়ল প্রতিবেশী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement