shono
Advertisement
Alipurduar

দুয়ারে রেশনের বদলে স্লিপ দিচ্ছেন ডিলার, ওজন মাপতে ইট-বালি-পাথর!

দুয়ারে রেশনে গ্রাহকদের হাতে ধরানো হচ্ছে স্লিপ। একাধিক অভিযোগ রেশন দোকানের মালিকের বিরুদ্ধে।
Published By: Suhrid DasPosted: 06:17 PM Dec 08, 2024Updated: 06:22 PM Dec 08, 2024

রাজ কুমার, আলিপুরদুয়ার: দুয়ারে রেশন প্রকল্পে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দেওয়ার কথা,  কিন্ত তেমনটা হচ্ছে না বলেই অভিযোগ। এমনকী রেশনের বদলে উপভোক্তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে স্লিপ।বাধ্য হয়ে রেশন সামগ্রীর বদলে সেই স্লিপ নিয়েই সাধারণ মানুষকে ফিরে যেতে হচ্ছে বাড়িতে। আরও অভিযোগ, ওজনযন্ত্রে ইট, বালি, পাথর রেখে ওজন করা হচ্ছে রেশন সামগ্রী। এমন ঘটনা সামনে এসেছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায়। কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লস্করপাড়ায় রেশন ডিলারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ।

Advertisement

অভিযুক্ত রেশন ডিলার রাজীব সাহা। দীর্ঘদিন ধরেই কারচুপির অভিযোগ তাঁর বিরুদ্ধে। এলাকার রেশন দোকানটি লোকালয় থেকে বেশ কিছুটা দূরে। সেখানে যেতেও সমস্যা হয় সাধারণ মানুষের। তার উপর এলাকার বাসিন্দারা পর্যাপ্ত রেশন পান না, স্লিপ ধরিয়ে দেওয়া তাঁদের হাতে। শুধু তাই নয়, চাল, চিনির মাপ মেলাতে দাড়িপাল্লায় ইট, বালি, পাথর রাখা হয়। এই ঘটনা নিত্যদিনের।

সাধারণত দাড়িপাল্লার সঙ্গে স্লিপ বার হওয়ার মেশিনের সংযোগ থাকে। সেই 'পস মেশিনে' লোকেশন অন রাখা হয়। এর ফলে কোনও এলাকায় গিয়ে এই রেশন দেওয়া হচ্ছে, সেটি কেন্দ্রীয়ভাবে মনিটরিং করতে পারে খাদ্য দপ্তর। কিন্তু এক্ষেত্রে লোকেশন অফ করে রাখা হচ্ছে বলে অভিযোগ। শনিবার এলাকার বাসিন্দারা এই বিষয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেন।

যদিও রেশন দোকানের মালিক কোনও অভিযোগই মানতে চাননি। তাঁর দাবি, অনেক ক্ষেত্রেই রেশনের জিনিস শেষ হয়ে যায়। সেক্ষেত্রেই গ্রাহকদের স্লিপ হাতে দেওয়া হয়। জেলা খাদ্য নিয়ামক সুব্রত নন্দীর কানেও গিয়েছে এই অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুয়ারে রেশন প্রকল্পে সাধারণ মানুষের কাছে পরিষেবা দেওয়ার কথা।
  • রেশনের বদলে উপভোক্তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে স্লিপ।
  • স্লিপ নিয়েই সাধারণ মানুষকে ফিরে যেতে হচ্ছে বাড়িতে।
Advertisement