shono
Advertisement

অনুপমের জায়গায় লড়বেন অসিত মাল? জল্পনা বাড়ালেন অনুব্রত

ফের বিতর্কে বীরভূমের তৃণমূল সভাপতি।
Posted: 09:44 AM Jan 14, 2019Updated: 09:44 AM Jan 14, 2019

নন্দন দত্ত, সিউড়ি: শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে অপসারিত বোলপুরের সাংসদ অনুপম হাজরা। তাঁর জায়গায় কে লড়বেন আসন্ন লোকসভা নির্বাচনে? দলের অন্দরে তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হলেও, তার আঁচ মাত্র পাওয়া যাচ্ছিল না। সেই আঁচ উস্কে দিলেন  খোদ বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার আমোদপুরের সভায় মঞ্চে বসে থাকা হাসনের বিধায়ক অসিত মালকে দেখিয়ে তাঁর বক্তব্য, ‘ভাগ্যে শিকে ছিঁড়লে, অসিতদাই বোলপুর কেন্দ্রের প্রার্থী হতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।’ 

Advertisement

বীরভূমের হাসন কেন্দ্রের ৫ বারের কংগ্রেস বিধায়ক ছিলেন অসিত মাল। শিবির বদলের পরেও এলাকা এবং দলের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে তাঁর। কিন্তু বোলপুর কেন্দ্রের জন্য হঠাৎ তাঁর নাম সামনে আনলেন কেন অনুব্রত? জবাবও দিয়েছেন তিনি। শাসকদলের বীরভূম জেলা সভাপতির যুক্তি,  ‘বোলপুর কেন্দ্রে এবার কঠিন লড়াই রাজনৈতিক অভিজ্ঞতা আছে অসিতদার। আমরা অভিজ্ঞ প্রার্থীই চাইছি। তাই অসিতদাকে উল্লেখ করে তা দেখালাম।’  বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্র দু’টিতে  এবার বাড়তি জোর দিয়েছেন অনুব্রত মণ্ডল।বিশেষত বোলপুরে তাঁর দলের কাছে বেশ কিছুটা কঠিন মোকাবিলা। সূত্রের খবর, আগের বার বীরভূম জেলা সভাপতির পছন্দের বাইরে গিয়ে অনুপম হাজরাকে প্রার্থী করেছিল দল। অনুগত  হিসাবে তা মুখ বুঝে মেনে নিলেও, পরবর্তী সময়ে সাংসদ অনুপমকে নিয়ে কম বিড়ম্বনায় পড়তে হয়নি তাঁকে। দলের অস্বস্তিও বেড়েছে। সম্প্রতি অনুপম দল থেকে বহিষ্কৃত হওয়ার পর তাই অনুব্রত মণ্ডলের কাছে সুযোগ এসেছে নিজের পছন্দের প্রার্থীকে লড়াইয়ের ময়দানে নামানোর তাই নানা কৌশলে প্রার্থীদের নাম এভাবে তুলে জল্পনা উস্কে দিচ্ছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের ধারণা। তবে দলের সুপ্রিমোর আগে জেলা সভাপতির প্রার্থীর নাম উল্লেখ করা ইতিমধ্যেই বিতর্ক তৈরি করেছে।   

                                              [দেড় বছর ধরে গরহাজির, বাড়ি বসেই ভাতা পাচ্ছেন অঙ্গনওয়াড়ি সহায়িকারা]

রবিবার আমোদপুরের সভা থেকে সংগঠনের কাজ নিয়ে কর্মীদের সতর্ক করেন বীরভূমের তৃণমূল সভাপতি। দিন দুই আগে নানুরের জনসভায় কম জনাসমাগমের কথা উল্লেখ করে অনুব্রতর অভিযোগ, ব্লক নেতৃত্বের তরফে জনসংযোগে ঘাটতি থাকায় এই পরিস্থিতি। তাই নানুরের ব্লক সভাপতির উদ্দেশে তাঁর বার্তা, জনসংযোগে জোর দিতে পরবর্তী সময়ে ওই এলাকায় আরও জনসভা করতে হবে।

ছবি: সুশান্ত পাল   

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement