shono
Advertisement

পুলিশের গুলিতেই ভাটপাড়ায় মৃত্যু, প্রমাণ পেশ করে দাবি অর্জুন সিংয়ের

রাজ্য পুলিশের ব্যবহৃত ইনসাস-এসএলআরের গুলি, রিপোর্ট দেখালেন সাংসদ৷ The post পুলিশের গুলিতেই ভাটপাড়ায় মৃত্যু, প্রমাণ পেশ করে দাবি অর্জুন সিংয়ের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:14 PM Jun 22, 2019Updated: 03:59 PM Jun 22, 2019

মণিশংকর চৌধুরি: সপ্তাহের শুরু থেকে অশান্তি ফিকে হল না সপ্তাহান্তেও৷ কারণে, অকারণে উত্তপ্ত হয়ে ওঠাই যেন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়৷ বৃহস্পতিবার সকালে সামান্য পতাকা ঘিরে রাজনৈতিক সংঘর্ষ থেকেই ঘটে যায় ২ জনের মৃত্যু৷ সেই মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হতে বিশেষ দেরি হয়নি৷ তারপর থেকেই কার্যত অগ্নিগর্ভ হয়ে রয়েছে ভাটপাড়া৷ উদ্বেগ ছড়িয়ে গিয়েছে দিল্লি পর্যন্ত৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এনিয়ে আশঙ্কা প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন৷ জানতে চেয়েছেন পরিস্থিতি৷

Advertisement

[আরও পড়ুন: সম্পত্তি হাতিয়ে ঘরছাড়া করেছে ছেলে, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বৃদ্ধ]

শনিবার সেই অশান্ত ভাটপাড়া পরিদর্শনে গেল বিজেপি সংসদীয় প্রতিনিধিদল৷ তাঁদের সফর ঘিরে এদিন সকাল থেকেও পরিস্থিতি কিছুটা উত্তপ্তই ছিল৷ দুপুরে সাংসদ আলুওয়ালিয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি যাওয়ার কিছু আগেই বারাকপুরের সাংসদ অর্জুন সিং পৌঁছে যান এলাকায়৷ জনপ্রতিনিধি হিসেবে নিজের খাসতালুকে যাঁকে প্রথম থেকেই অতি সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে৷ ঘটনার দিন থেকেই তিনি অভিযোগ তুলেছিলেন, দু দলের অশান্তি থামাতে গিয়ে পুলিশ যে গুলি চালিয়েছে, তাতেই মৃত্যু হয়েছে দুই বিজেপি সমর্থকের৷ আজ একেবারে তথ্যপ্রমাণ সমেত তা তিনি পেশ করলেন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে৷

একাধিক রিপোর্ট, ঘটনাস্থল থেকে পাওয়া গুলির নমুনা দেখিয়ে অর্জুন সিং ফের দাবি করেন, তিনি সমস্ত পরীক্ষা করিয়েছেন৷ তার রিপোর্ট অনুযায়ী, সেদিন ভাটপড়ায় যে গুলি চলেছিল, তা ইনসাস এবং এসএলআরে৷ যা কিনা সাধারণত রাজ্য পুলিশের কাছে থাকে৷ অর্জুনের দাবি, এ থেকেই প্রমাণিত যে ওইদিন ভাটপাড়ায় পুলিশই গুলি চালিয়েছিল এবং তাতেই ২ জনের মৃত্যু হয়েছে৷ এই নমুনা তাঁর কাছে রয়েছে, অথচ পুলিশ এগুলো বাজেয়াপ্ত করেনি? জবাবে অর্জুন সিং জানান, ‘পুলিশ তো বলছে, গুলি চালানোই হয়নি৷ তাহলে কীভাবে পুলিশ এসব বাজেয়াপ্ত করবে?’

[আরও পড়ুনআমডাঙার পর খণ্ডঘোষে মৃত বিজেপি কর্মী, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ]

যথাযথ যুক্তি৷ ভাটপাড়ার সাম্প্রতিক অশান্তির নেপথ্যে পুলিশের ভূমিকা বেশ সন্দেহজনক বলে অভিযোগ উঠেছে নানা মহলে৷ এমনকী এলাকাবাসীও কাঠগড়ায় তুলছেন পুলিশকেই, যাদের হাতেই কি না নিরাপত্তার গুরু দায়িত্ব৷ এতদিন তৃণমূলের দাপুটে নেতা, বিধায়ক হয়ে ভাটপাড়াকে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন অর্জুন সিং৷ লোকসভা নির্বাচনের আবহে দলের সঙ্গে অশান্তির জেরে দলবদল করে গেরুয়া শিবিরের সাংসদ হয়েও তিনি বোঝালেন, রাজনৈতিক রং বদলেছে মাত্র, এলাকা আসলে তাঁরই৷ তাই অশান্তি নিয়ন্ত্রণেও তাঁর কথাই সর্বাধিক বিবেচিত৷  

দেখুন ভিডিও:

The post পুলিশের গুলিতেই ভাটপাড়ায় মৃত্যু, প্রমাণ পেশ করে দাবি অর্জুন সিংয়ের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement