shono
Advertisement
Bangladeshi Cargo

গঙ্গার বুকে ডুবন্ত ছাইবোঝাই বাংলাদেশি জাহাজ, উদ্ধারে এপার বাংলার শ্রমিকরাই

জলের উপরে রয়েছে স্রেফ নাবিকের কেবিনের অংশ।
Published By: Paramita PaulPosted: 10:03 AM Jan 19, 2025Updated: 10:05 AM Jan 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গায় ডুবন্ত বাংলাদেশি জাহাজ! হুগলির বাঁশবেড়িয়ার কাছে ছাইভর্তি কার্গোর অর্ধেক অংশই জলে ডুবেছে। জলের উপরে রয়েছে স্রেফ নাবিকের কেবিনের অংশ। ইতিমধ্যে জাহাজটি খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। তারপর মেরামত করে পণ্যবাহী জাহাজটিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সপ্তাহ খানেক সময় লাগবে।

Advertisement

বাংলাদেশি পণ্যবাহী জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। কয়েক দিন আগে সেটি ব্যান্ডেলের কাছে তাপবিদ্যুৎ কেন্দ্রের চাইগাদা থেকে ছাই নিতে এসেছিল জাহাজটি। ছাইবোঝাই করে বাংলাদেশে ফেরার পথেই বিপত্তি। জাহাজ সূত্রে জানা গিয়েছে, বাঁশবেড়িয়ার কাছে আচমকাই জলের তলায় একটি বিকট শব্দ হয়। তারপরই জাহাজে জল ঢুকতে শুরু করে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই জাহাজটি কাত হয়ে যায়। চোখের নিমেষে অর্দেখ অংশ জলের তলায় চলে যায়। নাবিকের কেবিনই জলের বাইরে মুখ বের করে রয়েছে।

স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন জাহাজের কর্মীরা। জাহাজটিকে উদ্ধারের জন্য ইতিমধ্যে সন্দেশখালি থেকে শ্রমিক এসেছে। তারা দ্রুত জাহাজ খালি করার চেষ্টা চালাচ্ছে। ওজন কমলে কার্গোটিকে উদ্ধার করে মেরামত করানো হবে। তারপর বাংলাদেশে ফেরত পাঠানো হবে। পুরো প্রক্রিয়া শেষ হতে সপ্তাহ খানেক সময় লেগে যাবে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গঙ্গায় ডুবন্ত বাংলাদেশি জাহাজ!
  • হুগলির বাঁশবেড়িয়ার কাছে ছাইভর্তি কার্গোর অর্ধেক অংশই জলে ডুবেছে।
  • জলের উপরে রয়েছে স্রেফ নাবিকের কেবিনের অংশ।
Advertisement