shono
Advertisement

বাড়িতে ডেকে গৃহশিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা ছাত্রীর বাবার!

চাঞ্চল্য বারুইপুরে। The post বাড়িতে ডেকে গৃহশিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা ছাত্রীর বাবার! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:30 PM Oct 09, 2018Updated: 03:36 PM Oct 09, 2018

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: মদ্যপ অবস্থায় গৃহশিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ছাত্রী বাবা ও মা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের দক্ষিণ কালাবারু এলাকায়।

Advertisement

[ পিকনিকে গিয়ে যুবকের রহস্যমৃত্যু, বাঁকুড়ায় চাঞ্চল্য]

গৃহশিক্ষিকার বাড়ি দক্ষিণ কলকাতার টালিগঞ্জের করুণাময়ীর হরিদেবপুরে। গত এক বছর ধরে প্রতিবেশী সুশান্ত সাহার মেয়েকে পড়াতেন তিনি। তাদের আদিবাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ওই গৃহশিক্ষিকার বক্তব্য, গত শনিবার রাতে নতুন বাড়ির গৃহপ্রবেশ উপলক্ষে তাঁকে আমন্ত্রণ করে সুশান্ত। বারুইপুরে গিয়েছিলেন তিনি। সেখানেই মদ্যপ অবস্থায় ওই শিক্ষিকাকে একা পেয়ে তাঁর উপর চড়াও হয় সুশান্ত। সে পরপর তিনবার ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। নির্যাতিতার দাবি, সুশান্তর হাত থেকে বাঁচতে তার স্ত্রীর সাহায্য চেয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। বারুইপুর থানায় ছাত্রীর বাবা ও মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই গৃহশিক্ষিকা। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, ওই গৃহশিক্ষিকা নিজে কলকাতার একটি কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। পুলিশকে তিনি জানিয়েছেন, ঘটনার দিন রাতে স্বামী-স্ত্রী দু’জনেই মদ্যপান করেছিলেন। ওই তরুণী যখন মদ্যপান করেছিলেন, তখন আচমকাই পিছন থেকে চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে বাড়ির মালিক সুশান্ত সাহা। পরপর তিনবার একই ঘটনা ঘটে। কোনওরকমে বাড়ি ফিরে পরিবারের লোককে গোটা ঘটনাটি জানান ওই তরুণী। বারুইপুর থানা সুশান্ত পাল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার রীতিমতো আতঙ্কে ওই গৃহশিক্ষিকা ও তাঁর বাড়ির লোকেরা।

[ দেশ পেলেও দুর্গা আরাধনার অধিকার এখনও অধরা চরমেঘনাবাসীর

The post বাড়িতে ডেকে গৃহশিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা ছাত্রীর বাবার! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement