shono
Advertisement

জেলাশাসকের পর বিডিও, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফুঁসছে ধলুয়াবাড়ি

প্রতিবাদে কোচবিহার-দিনহাটা রোড অবরোধ করেন গ্রামবাসীরা৷ The post জেলাশাসকের পর বিডিও, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফুঁসছে ধলুয়াবাড়ি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:25 PM Jan 12, 2019Updated: 02:25 PM Jan 12, 2019

বিক্রম রায়, কোচবিহার: থানায় ঢুকে এক যুবককে মারধরের ঘটনায় আলিপুরদুয়ারের জেলাশাসককে নিয়ে তোলপাড় গোটা রাজ্য৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সামনে এল ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ৷ এবার নাম জড়াল কোচবিহার এক নম্বর ব্লকের বিডিও গঙ্গা ছেত্রীর৷ জোর করে কীর্তন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে৷ প্রতিবাদে কোচবিহার-দিনহাটা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷

Advertisement

[পারিবারিক অশান্তির জের, স্ত্রী ও শিশুকন্যার উপর অ্যাসিড হামলা ব্যক্তির]

প্রতি বছরই কোচবিহারের ধলুয়াবাড়িতে অষ্টপ্রহর কীর্তনের আয়োজন করা হয়৷ শুক্রবারও ওই এলাকায় কীর্তন চলছিল৷ রাত এগারোটা বেজে গেলেও, চলছিল কীর্তন৷ আচমকাই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়৷ কিন্তু কেন বন্ধ হয়ে গেল দীর্ঘদিন ধরে চলা কীর্তন? উদ্যোক্তাদের দাবি, রাত এগারোটা নাগাদ স্থানীয় বিডিও গঙ্গা ছেত্রী নির্দেশ দেন কীর্তন বন্ধ করার৷ বন্ধ না করা হলে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি৷ তাই বাধ্য হয়েই বন্ধ করে দেওয়া হয় কীর্তন৷ দীর্ঘদিন ধরে চলা কীর্তন বন্ধ হয়ে যাওয়ায় বিরক্ত হন স্থানীয়রা৷ ক্ষিপ্ত গ্রামবাসীরা রাতে প্রতিবাদ না করলেও, সকাল থেকে বিডিও-র নির্দেশিকার বিরোধিতায় পথে নামেন৷ শনিবার সকাল ১১টা নাগাদ কোচবিহার-দিনহাটা রোড অবরোধ করেন তাঁরা৷ প্রায় ঘণ্টাদুয়েক ধরে চলে বিক্ষোভ৷ অবরোধকারীদের অভিযোগ, বহু বছর ধরেই অষ্টপ্রহর কীর্তনের আয়োজন করা হয়৷ নির্দিষ্ট নিয়ম মেনেই রাতে মাইক বাজানো হয়৷ তা সত্ত্বেও কেবলমাত্র ক্ষমতার অপব্যবহার করেই বিডিও কীর্তন বন্ধ করে দিয়েছেন৷ বিডিও কেন এমন কাজ করলেন জবাব না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও হুঁশিয়ারি দেন স্থানীয়রা৷ দুপুর একটা পর্যন্ত অবরোধ চলে৷ তৈরি হয় ব্যাপক যানজট৷ খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী৷ অবরোধকারীদের সঙ্গে পুলিশ কর্মীদের আলোচনার পর উঠে যায় অবরোধ৷ 

[হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ হাতির, তদন্তে বনদপ্তর]

ধলুয়াবাড়ির বাসিন্দাদের দাবি মানতে নারাজ কোচবিহারের এক নম্বর ব্লকের বিডিও গঙ্গা ছেত্রী৷ তিনি বলেন, ‘‘আমি শুধু মাইক বন্ধ করতে বলেছিলাম৷ স্থানীয় বাসিন্দারা ভুল বোঝেন৷ তাই কীর্তন বন্ধ করে দেন তাঁরা৷’’ ধলুয়াবাড়ির বাসিন্দাদের কারও ভাবাবেগে আঘাত করতে চাননি বলেও দুঃখপ্রকাশ করেন বিডিও৷

ছবি: দেবাশিস বিশ্বাস

The post জেলাশাসকের পর বিডিও, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফুঁসছে ধলুয়াবাড়ি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement