shono
Advertisement

দুর্গাপুজোর পর রথযাত্রা, বিতর্ক উসকে বাইশটি ক্লাবকে ২৫ হাজার টাকা করে অনুদান রাজ্যের

হিন্দু ভোটারদের টানতে রথযাত্রা কমিটিগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত, কটাক্ষ বিজেপির৷ The post দুর্গাপুজোর পর রথযাত্রা, বিতর্ক উসকে বাইশটি ক্লাবকে ২৫ হাজার টাকা করে অনুদান রাজ্যের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:09 AM Jul 04, 2019Updated: 11:37 AM Jul 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রথযাত্রা৷ জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথে চড়ে নগর পরিক্রমা করে মাসির বাড়ি পৌঁছানোর রীতিতে শামিল ভক্তরা৷ তাই পুরী থেকে মাহেশ, ইসকন থেকে মায়াপুর সর্বত্রই লোকারণ্য৷ রথের রশিতে টান পড়ার আগেই বড়সড় ঘোষণা করলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি৷ বুধবার তিনি জানান, চলতি বছর রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকার ক্লাবগুলিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ আসানসোলের ২২টি ক্লাব কমিটির সদস্যদের হাতে ২৫ হাজার টাকা করে চেক তুলে দেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি৷

Advertisement

[ আরও পড়ুন: কোর কমিটি গড়ে আঞ্চলিক স্তরে উন্নয়নের প্রচার, পুরুলিয়ায় সংগঠনকে নির্দেশ মমতার]

দুর্গাপুজোর অনুদান নিয়ে বিতর্কের শেষ নেই৷ তারই মাঝে এবার রথযাত্রাতেও অনুদানের কথা ঘোষণা করা হল৷ আসানসোল পুরনিগমের সৌজন্যে ইসকন-সহ মোট বাইশটি রথযাত্রা কমিটিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে৷ বুধবার একথা ঘোষণা করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি৷ ক্লাব কমিটিগুলির হাতে চেকও তুলে দেওয়া হয়৷

[ আরও পড়ুন: লাভপুরে বোমা বিস্ফোরণ, তীব্রতায় গুঁড়িয়ে গেল স্বাস্থ্যকেন্দ্র]

যদিও এই অনুদান প্রসঙ্গে লেগেছে রাজনীতির রং৷ বিজেপি নেতৃত্বের দাবি, লোকসভা নির্বাচনে আসানসোলে ভরাডুবি হয়েছে তৃণমূলের৷ তারকা প্রার্থী মুনমুন সেনকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয়৷ এবার পাখির চোখ বিধানসভা নির্বাচন৷ তার আগে তাই হিন্দু ভোটারদের প্রভাবিত করতেই রথযাত্রা কমিটিগুলিকেও অনুদান দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের৷ যদিও ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগকে এক বাক্যে খারিজ করে দিয়েছেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি৷ পালটা বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছেন তিনি৷ মেয়রের কথায়, ‘‘সম্মিলিতভাবে কেউ কোনও উৎসব পালন করুক তা মেনে নিতে পারছে না বর্তমান কেন্দ্রীয় সরকার৷ বিভাজনের রাজনীতি করছে তারা৷’’

[ আরও পড়ুন: ‘ভূত’ খুঁজতে গিয়ে হামলার মুখে ভিনরাজ্যের ওঝার দল, কোনওক্রমে প্রাণরক্ষা]

এই প্রথমবারই রথযাত্রাতেও অনুদানের বন্দোবস্ত করল রাজ্য সরকার৷ আসানসোলে বেশ ধুমধাম করেই রথযাত্রা পালন করা হয়৷ বেশ কয়েকটি এলাকায় রথের মেলাও বসে৷ রথের ঠিক আগেরদিন অর্থাৎ বুধবার মেয়রের হাত থেকে চেক পেয়ে বেজায় খুশি হয়েছেন ক্লাব কমিটির সদস্যরা৷ বিরোধীদের কূটকচালিতে কান না দিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা৷

The post দুর্গাপুজোর পর রথযাত্রা, বিতর্ক উসকে বাইশটি ক্লাবকে ২৫ হাজার টাকা করে অনুদান রাজ্যের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement